R Ashwin Replies To Ian Healy On His Pitch Dig Before IND Vs AUS Series

নয়াদিল্লি: আগামী ৯ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত বনাম অস্ট্রেলিয়া (India vs Australia) টেস্ট সিরিজ। বর্ডার-গাওস্কর (Border Gavaskar Trophy) সিরিজের দামামা বেজে গিয়েছে ইতিমধ্যেই। মাঠের খেলা শুরু না হলেও মাঠের বাইরের মনস্তাত্ত্বিক চাপ তৈরির লড়াই শুরু হয়ে গিয়েছে। প্রাক্তন অজি ক্রিকেটার ইয়ান হিলির (Ian Healy) দাবি পিচের চরিত্র ঠিক থাকলে অজিরাই সিরিজ জিতবে।

হিলির দাবি

এক সাক্ষাৎকারে ইয়ান হিলি বলেন, ‘যদি ওরা ভুলভাল উইকেট তৈরি করে, যেমন গত বারের অর্ধেক সিরিজে যে পিচ তৈরি করেছিল ওরা, সেখানে দু’টি উইকেট ছিল ভয়ঙ্কর, অন্যায্য। স্পিনাররা প্রথম দিন থেকেই মাথার উপর উঠে লাফালাফি করছিল। সুতরাং এই ধরনের উইকেটে ওরা আমাদের চেয়ে ভালো খেলবে, কিন্তু তারা যদি ফ্ল্যাট উইকেট পায় যা ভারত আগে রেখেছিল, চমৎকার ফ্ল্যাট ব্যাটিং উইকেট এবং সে ক্ষেত্রে বোলারদের সত্যিই কঠোর পরিশ্রম করতে হবে, আমি মনে করি আমরা এটা করতে পারি।’

অশ্বিনের জবাব

এবার হিলির মন্তব্যের বিরুদ্ধে মুখ খুললেন ভারতের বর্তমান তারকা স্পিনার আর অশ্বিন (R Ashwin)। তাঁর মতে অস্ট্রেলিয়ার তরফে ইতিমধ্যেই মনস্তাত্ত্বিক চাপ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। তিনি নিজের ইউটিউব চ্যানেলে বলেন, ‘প্রাক্তন অস্ট্রেলিয়ান তারকা ইয়ান হিলি দাবি করেছেন যে বর্ডার-গাওস্কর ট্রফির আগে ভারতীয় দল অজিদের অস্বস্তিতে ফেলতে চায়। তাঁর দাবি সাধারণত যেমন পিচে খেলা হয়, ভারতের পিচগুলি তার ধারেকাছেও হবে না। তো ওঁর মতে অস্ট্রেলিয়া যা করে সেটাই কেবল সঠিক। সাপোর্ট স্টাফরা যা বলেছেন, তা বলেছেন, তবে হিলির মন্তব্যে এক আলাদা উদ্যম তৈরি হয়েছে। বর্ডার-গাওস্কর ট্রফিতে এটা তো দরকারই। স্টিভ স্মিথ, উসমান খাওয়াজারাও যে কিছু বিতর্কিত মন্তব্য করেছেন, সেটাও দৃষ্টিগোচর হয়নি।’

প্রসঙ্গত, এই সিরিজের ফলাফলের উপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারিত হবে, যা সিরিজে বাড়তি গুরুত্ব যোগ করেছে। বিগত ১৯ বছরে অস্ট্রেলিয়া ভারতের মাটিতে টেস্ট সিরিজ জেতেনি। প্যাট কামিন্সের নেতৃৃত্বাধীন অজি দল সেই ইতিহাস বদলে ফেলতে পারেন কি না, এখন সেটাই দেখা। নাগপুর টেস্টের মধ্যে দিয়ে শুরু এই সিরিজের অপেক্ষায় সকল ক্রিকেটপ্রেমীরাই রয়েছেন।

আরও পড়ুন: পাকিস্তান নয়, ফের একবার আমিরশাহিতেই বসবে এশিয়া কাপের আসর