২১ বছরের অবিবাহিত তরুণী সন্তানের জন্ম দিতে পারবে, বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট এমনটাই রায় দিল একটি মামলায়। বেশ কিছুদিন আগে দায়ের করা এই মামলায় আবেদনকারী তরুণী গর্ভপাতের জন্য প্রয়োজনীয় অনুমতি চেয়েছিলেন। সেইমতো এইমসকে নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। গর্ভপাতের জন্য জরুরি ব্যবস্থা করারও নির্দেশ দেওয়া হয়। আদালতকে সমস্ত তথ্য জানাতে বলা হয়েছিল। সেই মামলাতেই এবার এইমসকে সন্তান জন্ম দিতে প্রয়োজনীয় ব্যবস্থা করতে বলল দেশের শীর্ষ আদালত।
প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, পিএস নরসিমা ও জেবি পার্দিওয়ালার ডিভিশন বেঞ্চ এদিন এই রায় ঘোষণা করা হয়। গর্ভাবস্থার শেষ পর্যায়ে তরুণীর বিপদের আশঙ্কা থাকায় এই মামলাকে ব্যতিক্রমী ঘটনা বিবেচনা করে সুপ্রিম কোর্ট। ১৪২ নম্বর ধারা অনুযায়ী এমন সিদ্ধান্ত নেওয়ার কথা ঘোষণা করা হয়। এদিন বেঞ্চের তরফে জানানো হয়, তরুণীর গর্ভাবস্থার শেষ পর্যায়ের বিপদের কথা ভেবে সাম্প্রতিক মামলাটিকে ব্যতিক্রমী ঘটনা বলে গণ্য করা হল। তাই কোর্টের ১৪২ নম্বর ধারা অনুযায়ী সন্তান জন্ম দেওয়ার অনুমতি দেওয়া হয় তরুণীকে। এই সংক্রান্ত সমস্ত বিষয়ে এইমস-এর ডাইরেক্টরকে জরুরি পদক্ষেপ করতে নির্দেশ দেয় ডিভিশন বেঞ্চ। ডিভিশন বেঞ্চের তরফে আরও বলা হয়, শিশুর জন্ম সংক্রান্ত সমস্ত প্রক্রিয়া এইমসেই সম্পূর্ণ হবে।
সন্তান জন্ম দেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত প্রক্রিয়া কোনওরকম খরচ ছাড়াই বিনামূল্যে করতে নির্দেশ দেওয়া হয়। এছাড়াও, মা ও সন্তানের জন্য দরকারি সমস্ত নিরাপত্তা ব্যবস্থাও সুনিশ্চিত করতেও বলা হয়। এছাড়াও, আবেদনকারীর সমস্ত পরিচয় গোপন রেখে এই ব্যবস্থাপনা করতে হবে। হাসপাতালে ভর্তি থেকে সন্তানের জন্ম ও তার পরবর্তী প্রক্রিয়াগুলি সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখেই করতে হবে। কোনওভাবেই যেন গর্ভবতী তরুণীর পরিচয় প্রকাশ্যে না আসে তা নিশ্চিত করার জন্য এইমস কর্তৃপক্ষকেই জরুরি পদক্ষেপ নিতে হবে বলে জানায় ডিভিশন বেঞ্চ।
এদিন শিশুর জন্মের পর তাকে দত্তক নেওয়ার জন্য দরকারি অনুমতিও দেওয়া হয় আবেদনকারীকে। সিএআরএ (চাইন্ড অ্যাডপশন রিসোর্স অথরিটি) রেজিস্ট্রেশন ফর্ম থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শিশুর হবু অভিভাবকদের এই অনুমতি দেওয়া হল। আদেশ কার্যকর করতে সিএআরএ এই সংক্রান্ত সব পদক্ষেপ করবে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup