‘রাজ্যে আইনশৃঙ্খলা নেই, ৫০০ টাকার ভাতা, ডিয়ার লটারি আর ২৮ টাকার মদের বোতল আছে’

পর পর ২ দিন বোমা বিস্ফোরণে মৃত্যুর ঘটনায় রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।রবিবার দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি প্রশ্ন করেন, গুজরাত – উত্তর প্রদেশে তো বোমা ফাটে না?

এদিন শুভেন্দু বলেন, ‘রাজ্যের আইন শৃঙ্খলা বেহাল। উড়িষ্যাতে বোম ফাটে না। সেখানে বিজেপির সরকার নেই। নবীন পট্টনায়কের সরকার রয়েছে। আর বিজেপিশাসিত রাজ্যে কোথাও ফাটে না। বারেবারে যে উত্তর প্রদেশ, গুজরাতের ভয় দেখায় সংখ্যালঘু মুসলিমদের সেখানে কোনও দিন বোম ফাটে না। সেখানে সবাই ধর্ম কর্ম শিক্ষা স্বাস্থ্য নিয়ে নিজেদের মতো করে বেঁচে আছে। সুশাসন আছে। এখানে ৫০০ টাকার ভাতা আছে, ডিয়ার লটারি আছে, ২৮ টাকার মদের বোতল আছে’।

শনিবার সকালে বাসন্তীর ভারতী মোড়ের কাছে তৃণমূল নেতা মনিরুল খানের বাড়িতে বোমা বাঁধার সময় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩ জন। রাতে বীরভূমের মাড়গ্রামে বোমা বিস্ফোরণে মৃত্যু হয় তৃণমূলি পঞ্চায়েত প্রধানের ভাই লাল্টু শেখ ও তাঁর সঙ্গী নিউটন শেখের। বাসন্তীর ঘটনায় বাড়ির মালিককে গ্রেফতার করেছে পুলিশ। মাড়গ্রামের ঘটনায় ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।