উত্তরপ্রদেশের বান্দা জেলায় ঘটে যাওয়া এক কাণ্ডে হতবাক গোটা এলাকা। সেখানে দুই বোনের কীর্তি নিয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন এক ব্যক্তি। তাঁর অভিযোগ, তিনি তাঁর শ্যালিকা ও স্ত্রীকে পরীক্ষা দিতে নিয়ে এসেছিলেন। রাতে এক আত্মীয়ের বাড়িতে তিনি স্ত্রী ও শ্যালিকাকে নিয়ে থেকে যান। সেই রাতে স্ত্রী আর শ্যালিকা যে কাণ্ড ঘটিয়েছেন তাতে তিনি হতবাক! শেষে পুলিশের দ্বারস্থ হন ব্যক্তি।
আগ্রা থেকে বান্দা জেলায় এক আত্মীয়ের বাড়িতে রাতে থেকে গিয়েছিলেন এই ব্যক্তি,তাঁর স্ত্রী ও শ্যালিকা। উদ্দেশ্য ছিল শ্যালিকাকে পরীক্ষার হল-এ পৌঁছে দেওয়া। এদকে বান্দার ডাঙ্কি গ্রামে সেই দিন রাতে যা ঘটে যায়, তাতে চাঞ্চল্য তৈরি হয়। ৩০ জানুয়ারি ওই ব্যক্তি এসেছিলেন আত্মীয়ের বাড়িতে। সেই দিন রাতেই আচমকা তিনি স্ত্রী ও শ্যালিকাকে বাড়িতে দেখতে পাননি। এরপরই খোঁজ শুরু করেন। তাঁদের বাড়িতেও খবর দেন। এরপর জানা যায়, তাঁর স্ত্রী ও শ্যালিকা যে যাঁর নিজের নিজের প্রেমিকের সঙ্গে পালিয়ে গিয়েছেন। ঘটনার কথা শুনে চমকে ওঠেন স্বামী। খানিকক্ষণ হতভম্ব থাকার পর তিনি সোজা পুলিশের দ্বারস্থ হন। (Live: বাঁধ মানছে না চোখের জল! তুরস্ক, সিরিয়ায় ভূমিকম্পের বলি ২,৩০০)
এদিকে, উত্তরপ্রদেশে সদ্য একের পর এক ঘটনা ঘিরে ছড়িয়েছে চাঞ্চল্য। সে রাজ্যে গোরক্ষপুরে এক সবজি বিক্রেতা নিজের স্ত্রী ও সন্তানদের খুন করে আত্মঘাতী হন। জানা গিয়েছে, গৃহ কলহের জেরে এমন কাণ্ড ঘটিয়েছেন তিনি। তারপরই উঠে আসে এই ঘটনা।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup