Updated: 06 Feb 2023, 06:27 PM IST
Soumick Majumdar
প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি শেয়ার দর হারিয়েছে আদানি গোষ্ঠীর সংস্থাগুলি। এমতাবস্থায় ঋণ পরিশোধ দ্রুত করার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা জিততে চাইছে আদানি গ্রুপ।
1/5 ঋণের টাকা আগে থেকেই বেশি বেশি করে মিটিয়ে দিতে চায় আদানি গোষ্ঠী। আর তার মাধ্যমেই ফের বাজারের বিশ্বাস অর্জনের প্রচেষ্টা করতে পারে তারা। একটি বিবৃতিতে আদানি গোষ্ঠী জানিয়েছে, ২০২৪ সালের সেপ্টেম্বর নাগাদ যে ঋণ মেটানোর কথা, সেটি সময়ের আগেই মিটিয়ে দেওযা হবে। প্রায় ১.১১ বিলিয়ন মার্কিন ডলারের(৮ হাজার কোটি টাকারও বেশি) ঋণ তারা প্রি-পে মিটিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা। শেয়ার বন্ধক রেখে যে ঋণ নেওয়া হয়েছে, তাতে সময় থাকতেই টাকা মিটিয়ে দেবে আদানি গোষ্ঠী। সংস্থা যে আর্থিকভাবে শক্তিশালী আছে, তারই ইঙ্গিত মিলতে পারে এই প্রক্রিয়ার মাধ্যমে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5 এর পাশাপাশি তিনি জানান, মূলধন ব্যয়ে কাটছাঁট করারও কোনও পরিকল্পনা নেই আদানি গোষ্ঠীর। তাই প্রকল্পের কাজ আটকে যাওয়ার সম্ভাবনা নেই। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ) (Reuters)
3/5 এর পাশাপাশি ইতিমধ্যেই মঞ্জুর হয়ে গিয়েছে, কিন্তু অব্যবহৃত রয়েছে, এমন ঋণের টাকাও ব্যবহার করতে থাকবে আদানি গোষ্ঠী। ঋণখেলাপি বা অন্য কোনও আশঙ্কাই করছে না সংস্থা। ফাইল ছবি: ব্লুমবার্গ (Reuters)
4/5 গত মাসে মার্কিন শর্ট-সেলার হিন্ডেনবার্গ রিসার্চ আদানি গোষ্ঠীর বিপুল ঋণের বিষয়ে রিপোর্ট প্রকাশ করে। তার পাশাপাশি শেল কোম্পানির মাধ্যমে শেয়ার কারচুপি ও অ্যাকাউন্টিং জালিয়াতির অভিযোগ তোলা হয়। (ফাইল ছবি, সৌজন্যে রয়টার্স) (Reuters)
5/5 এরপর থেকে প্রায় ১০০ বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি শেয়ার দর হারিয়েছে আদানি গোষ্ঠীর সংস্থাগুলি। এমতাবস্থায় ঋণ পরিশোধ দ্রুত করার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা জিততে চাইছে আদানি গ্রুপ। ফাইল ছবি: পিটিআই (Reuters)
পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে