বিমান যাত্রা ঘিরে আরও এক চাঞ্চল্যকর খবর প্রকাশ্যে। এবার আমেরিকান এয়ারলাইন্সের বিমান থেকে ক্যানসার আক্রান্ত এক মহিলাকে নামিয়ে দেওয়ার অভিযোগ ওঠে। মীনাক্ষী সেনগুপ্ত নামে বাঙালি ওই মহিলা শুধু বিমানে নিজের ব্যাগটি তোলের জন্য সাহায্য চেয়েছিলেন বিমানসেবিকার। তার বদলে কপালে জুটেছে প্রবল দুর্ব্যবহার। এমনই অভিযোগ আমেরিকান এয়ারলাইন্সের বিরুদ্ধে। ঘটনা নিয়ে দিল্লি পুলিশ ও ডিজিসিএর কাছে অভিযোগ করেন মীনাক্ষী সেনগুপ্ত।
শরীর জুড়ে ক্যানসার দানা বেঁধেছে। সেই অসুস্থ শরীর নিয়ে দিল্লি থেকে আমেরিকান এয়ারলাইন্সের বিমানে রওনা হচ্ছিলেন মীনাক্ষী সেনগুপ্ত। তখনই এক বিমানসেবিকার থেকে তিনি সাহায্য চান নিজের ব্যাগ তোলার জন্য। অভিযোগ, কিন্তু সাহায্য করার বদলে তাঁর সঙ্গে প্রচণ্ড দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। এই তথ্য তিনি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন। তাঁর পোস্টে এই অভিযোগের কথা প্রকাশ্যে আসা মাত্রই তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তা নিয়ে নেটপাড়ায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। ক্ষোভ প্রকাশ করে মীনাক্ষী সেনগুপ্ত তাঁর পরিস্থিতির কথা জানান সোশ্যাল মিডিয়ায়। এই অভিযোগে, অসামরিক বিমান পরিবহনমন্ত্রককে পদক্ষেপ করার দাবি জানানো হয়েছে। এছাড়াও মহিলা কমিশনকেও এই বিষয়ে পদক্ষেপ করার আহ্বান জানিয়েছেন নেটিজেনরা। (‘সরকার বনাম বিচারব্যবস্থা বলে কিছু নেই’, কলেজিয়াম বিতর্কের মাঝে বার্তা রিজিজুর)
ঘটনা গত ৩০ জানুয়ারির। দিল্লি বিমানবন্দর থেকে সেদিন নিউ ইয়র্কগামী আমেরিকান এয়ারলাইন্সের বিমানে ওঠেন মীনাক্ষী সেনগুপ্ত। হুইলচেয়ারে চড়েই অসুস্থ মীনাক্ষী সেনগুপ্ত বিমানে ওঠেন। সঙ্গে ছিল একটি ব্যাগ। ব্যাগটি সিটের পাশে রাখেন মীনাক্ষী। এরপর বিমানসেবিকা তাঁকে সেই ব্যাগ সরিয়ে উপরে রাখতে বলেন। মীনাক্ষী জানান, তিনি তখন বিমানসেবিকাকে অনুরোধ করেন যাতে ব্যাগটি তিনিই একটু উপরে রেখে দেন। এতেই বিমানসেবিকা রেগে যান বলে অভিযোগ। তিনি জানিয়ে দেন এসব তাঁর কাজ নয়। এরপরই কথাকাটাকাটি হতে থাকে। মীনাক্ষী সেনগুপ্ত জানান তাঁর দূরারোগ্য রোগের কথা। তারপরও তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। আর শেষ পর্যন্ত সেটাই করা হয়।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup