Balurghat Rail: বালুরঘাট টু হিলি রেলপ্রকল্পে বরাদ্দ ১৯০ কোটি, জমি জট কি কাটবে?

দীর্ঘদিন ধরে ঝুলে থাকা বালুরঘাট হিলি রেল প্রকল্প। মমতা বন্দ্য়োপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীন এই রেল প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে কাজ কিছুটা এগিয়েছিল। কিন্তু পরবর্তীতে জমি জটে আটকে যায় সেই প্রকল্প। এরপর বিপুল অঙ্কের টাকা ফিরে যায় বলেও খবর। তবে এবার সেই বালুরঘাট- হিলি রেল প্রকল্পের জন্য ১৯০ কোটি টাকা বরাদ্দ হয়েছে। ২০২৩-২৪ অর্থবর্ষের জন্য় এই বিপুল টাকা বরাদ্দ হয়েছে। এনিয়ে দীর্ঘদিনের ঝুলে থাকা প্রকল্পকে ঘিরে নতুন করে আশার আলো দেখছেন জেলাবাসী। কিন্তু তার থেকেও বড় সংশয় এবারের প্রকল্প রূপায়ণের সময় জমি জট কি কাটবে?

জেলাবাসীর দীর্ঘদিনের দাবি বালুরঘাট টু হিলি রেল যোগাযোগ। একেবারে বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলি। আশির দশকে রেলমন্ত্রী বরকত গনি খান বালুরঘাট রেল প্রকল্পের শিলান্যাস করেছিলেন। ২০০৪ সালে তৎকালীন রেলমন্ত্রী লালু প্রসাদের জমানায় বালুরঘাটে রেল যোগাযোগ ব্যবস্থা শুরু হয়েছিল। তবে মমতা বন্দ্যোপাধ্য়ায় রেলমন্ত্রী থাকাকালীন বালুরঘাট থেকে হিলি পর্যন্ত যোগাযোগের জন্য কাজ কিছুটা এগোয়। কিন্তু জমি জটে সেই কাজ থমকে যায়। ফের এই প্রকল্পে টাকা বরাদ্দ হয়েছে। এবার কি কাজ হবে?

বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, রেল বাজেটে বালুরঘাট-হিলি প্রকল্প বাস্তবায়িত করার জন্য ১৯০ কোটি টাকা বরাদ্দ হয়েছে।এই প্রকল্পে আগেও টাকা স্যাংশান হয়েছিল। একবছর কাজ না হওয়ায় সেই টাকা ফিরে যায়। ফের সেই প্রকল্পে টাকা বরাদ্দ হয়েছে। বিধায়ক অশোক লাহিড়ি ও আমি এই প্রকল্পে বরাদ্দ করার ব্যাপারে প্রচুর চেষ্টা করেছি। আমি আশা করছি তৃণমূল নেতৃত্ব এবার জেলার স্বার্থের কথা ভাববেন। তারা মুখ্যমন্ত্রীকে গিয়ে বলবেন, টাকা দিয়েছে কেন্দ্র । এবার জমিটা দিন। দিনের পর দিন জমি জটে আটকে রাখা হচ্ছে। হিলি পর্যন্ত রেল পৌঁছলে সেটা বাংলাদেশ হয়ে উত্তরপূর্বেও আসতে পারে। এনিয়ে সমীক্ষাও হয়েছে। কিন্তু জেলাকে পিছিয়ে দেওয়া হচ্ছে।

এদিকে হিলি-বালুরঘাট রেলের প্রধান অন্তরায় জমি। সরাসরি চাষিদের কাছ থেকে জমি নেওয়ার ক্ষেত্রে কিছুটা সমস্যা রয়েছে প্রশাসনের। কারণ ওয়াকিবহাল মহলের মতে, জোর করে জমি অধিগ্রহণ করতে চায় না শাসকদল। রাজ্যের জমি অধিগ্রহণ নীতির জেরে রেলপথের জন্য জমি অধিগ্রহণ করার ক্ষেত্রেও কিছুটা জট রয়েছে। সেই জট কতটা কাটবে সেটাই প্রশ্নের।

তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এবার বালুরঘাট টু হিলি রেল প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করে পঞ্চায়েত ভোটের মুখে বড় তাস খেলল বিজেপি।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup