Bangalore rape case: ইনস্টায় কাজের টোপ দিয়ে ১০ তরুণীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

সোশ্যাল মিডিয়ায় ম্যানেজার পরিচয় দিয়ে চাকরির টোপ। আর সেই টোপ দিয়ে ১০ জনেরও বেশি তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠল। এমনই অভিযোগে এক প্রযুক্তিবিদকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের নাম দিল্লি প্রসাদ। ধৃত বেঙ্গালুরুর কোরামঙ্গলার বাসিন্দা। জানা গিয়েছে, অভিযুক্ত একটি বেসরকারি সংস্থায় কাজ করত। একজন মহিলা এবং একটি কোম্পানির ম্যানেজার পরিচয় দিয়ে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলেছিল ওই যুবক। তা থেকেই তরুণীদের ফাঁদে ফেলে ধর্ষণ করত অভিযুক্ত।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবক নিজেকে ‘মনিকা’ নামে একজন মহিলার নাম দিয়ে অ্যাকাউন্ট খুলেছিল। নিজেকে একটি সংস্থার ম্যানেজার বলে দাবি করত। এরপরেই সংস্থায় চাকরির জন্য তরুণীদের টোপ দিত অভিযুক্ত। তার কথায় বিশ্বাস করে যুবতীরা তার সঙ্গে দেখা করতে করত। বেশিরভাগ ক্ষেত্রেই যুবতীদের সঙ্গে শহরের হোটেলে দেখা করত এবং যৌন সম্পর্ক করতে বাধ্য করত। শুধু তাই নয়, সেই ভিডিয়ো রেকর্ড করত। যার ফলে ভয়ে যুবতীরা পুলিশের কাছে অভিযোগ জানাতে পারতেন না।

পুলিশ জানিয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে অন্ধ্রপ্রদেশের তরুণীদেরকে ছবি নিজের অ্যাকাউন্টে ব্যবহার করত। তদন্তে জানা গিয়েছে, অভিযুক্ত গত ২ বছর ধরে মহিলাদের ফাঁদে ফেলেছিল। বেঙ্গালুরুর পুলিশ কমিশনার প্রতাপ রেড্ডি বলেছেন, অভিযুক্ত ১০ জনের বেশি যুবতীকে ধর্ষণ করেছে। ২৬ জানুয়ারি নিগৃহীত এক তরুণী পুলিশের কাছে যাওয়ার পরে সিটি পুলিশ কর্মকর্তারা মামলাটির তদন্ত শুরু করেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup