<p style="text-align: justify;"><strong>করাচি:</strong> তিনি পাকিস্তানের জার্সিতে সবচেয়ে বেশি বিশ্বকাপে অংশ নিয়েছে। সে দেশের ক্রিকেট ব্যক্তিত্বদের মধ্যে অন্যতম স্বনামধন্য মানা হয় তাঁকে। কিন্তু মাঝে মাঝেই বিভিন্ন বিতর্কিত মন্তব্যের জন্য খবরের শিরোনাম হন জাভেদ মিঁয়াদাদের। এবার ফের একবার নিজের মন্তব্য়ের জন্য খবরে এলেন প্রাক্তন এই তারকা পাক ক্রিকেটার। পাকিস্তানের মাটিতে যদি ভারতীয় ক্রিকেট দল খেলতে না যায়, তাতে ভারতীয় ক্রিকেট চুলোয় যাক ..এমনই মন্তব্য করেছেন মিঁয়াদাদ।</p>
<p style="text-align: justify;">উল্লেখ্য, এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে সম্প্রতি বিসিসিআইয়ের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে সরকারের অনুমতি না পাওয়ায় পাকিস্তানে খেলতে যাবে না <a title="রোহিত" href="https://bengali.abplive.com/topic/rohit-sharma" data-type="interlinkingkeywords">রোহিত</a> বাহিনী। চলতি বছরই পাকিস্তানের মাটিতে এশিয়া কাপের আসর হওয়ার কথা। সে প্রসঙ্গে মিঁয়াদাদ বলেন, ”যদি ভারতীয় ক্রিকেট দল পাকিস্তানে খেলতে না আসে, তাহলে তারা চুলোয় যাক। আমি সবসময়ই পাকিস্তানের সমর্থনে কথা বলে এসেছি। যখনই কোনও সমস্যা হয়েছে, মুখ খুলেছি। এবারের বিষয়টা নিয়ে আমাদের লড়াই করতে হবে। আইসিসির এই বিষয়টির দিকে আলোকপাত করা উচিত সঠিকভাবে। তাঁদের সবার জন্যই সমান নিয়ম রাখা উচিত।”</p>