জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: প্রত্যাশামতোই মেয়েদের আইপিএল-এ (Women’s Premier League 2023) মুম্বই দলের (Mumbai Indians Women’s Team) বোলিং কোচ ও মেন্টর হলেন ঝুলন গোস্বামী (Jhulan Goswami)। ভারতের (Indian Women’s Cricket Team) প্রাক্তন অধিনায়ক দিল্লির (Delhi) প্রস্তাব আগেই ফিরিয়ে দিয়েছিলেন। সেটা জানিয়েছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক শার্লট এডওয়ার্ডসকে (Charlotte Edwards) কোচ করল মুম্বই (Mumbai Indians Women’s Team)।
মেয়েদের ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক এডওয়ার্ডস। তাঁকেই কোচ বেছে নিল মুম্বই। প্রথমবারের জন্য মেয়েদের আইপিএল হতে চলেছে। ভারতীয় ক্রিকেট বোর্ড যে প্রতিযোগিতার নাম দিয়েছে উইমেন্স প্রিমিয়ার লিগ। সেখানে মুম্বই দলের ব্যাটিং কোচ দেভিকা পালশিকার এবং দলের ম্যানেজার তৃপ্তি চাঁদগড়কর ভট্টাচার্য।
আরও পড়ুন: Mahendra Singh and Chris Gayle: অনেক বছর পর ‘ক্যাপ্টেন কুল’ও ‘দ্য ইউনিভার্স বস’-এর রিউনিইয়ন
আরও পড়ুন: Virat Kohli vs Rohit Sharma Controversy: বিরাট ও রোহিতের মধ্যে জোর ঝামেলা লেগেছিল! দাবি করলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন কোচ
মুম্বই শিবিরে যোগ দিয়ে ঝুলন বলেন, “ক্রিকেটকে বিদায় জানালেও, পুরোপুরি ক্রিকেটকে বিদায় জানানো সম্ভব নয়। মুম্বই দলের সঙ্গে বোলিং কোচ ও মেন্টর হিসেবে যুক্ত হয়ে দারুণ অনুভূতি হচ্ছে। মুম্বই বরাবরই জেতার মানসিকতার জন্য পরিচিত। আমাদের মহিলা দলেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে হবে।”
মহিলাদের একদিনের ক্রিকেটে ২০৪টি ম্যাচে সর্বাধিক ২৫৫টি উইকেট নিয়েছিলেন ঝুলন। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন। ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর লর্ডসে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ ম্যাচ খেলেছিলেন ‘চাকদহ এক্সপ্রেস’। এছাড়া ১২টি টেস্টে ৪৪ ও ৬৮টি টি-টোয়েন্টি ম্যাচে ৫৬টি উইকেট নিয়েছেন এই বঙ্গ তনয়া।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)