Sagardighi By-Election: সাগরদিঘি উপনির্বাচনে তৃণমূলের নক্ষত্র বনাম বিজেপির তারকারা, কারা থাকছেন প্রচারে?

সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে এখন নক্ষত্র–তারকাদের প্রচার দেখা যাবে। এই কেন্দ্রটি ধরে রাখতে মরিয়া তৃণমূল কংগ্রেস। বিজেপিও এখানে ফাইট দিতে চাইছে। এখানে ২৭ ফেব্রুয়ারি উপনির্বাচন। তার জন্য নির্বাচন কমিশনের কাছে তারকা প্রচারকদের তালিকা জমা দিয়েছে তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী সুব্রত সাহা প্রয়াত হওয়ায় সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে। দুই যুযুধান শিবিরে তারকা প্রচারকদের তালিকা প্রস্তুত করে ফেলেছে বলে খবর।

তৃণমূল কংগ্রেস কাদের নামাচ্ছে?‌ সাগরদিঘি কেন্দ্রের উপনির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে স্থানীয় নেতা দেবাশিস বন্দ্যোপাধ্যায়কে। আর তাঁর সমর্থনে তারকা প্রচারকের তালিকায় মোট ৪০ জনের নাম রেখেছে তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম থেকে কুণাল ঘোষ, বাবুল সুপ্রিয় থেকে দেব, সায়নী ঘোষ থেকে নুসরত জাহান এমনকী মহুয়া মৈত্রও রয়েছেন তারকার প্রচারকের তালিকায়। সুতরাং টানটান হবে এই উপনির্বাচন।

বিজেপি কাদের সামনে আনছে?‌ এই কেন্দ্রে বিজেপি প্রার্থী দিলীপ সাহা। তাঁর সমর্থনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, সাংসদ লকেট চট্টোপাধ্যায় এবং বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে নামানো হচ্ছে। এই খবর জানিয়েছেন বিজেপির রাজ্য কমিটির সদস্য সুজিত দাস। যদিও এখন পর্যন্ত তাঁদের আসার নিদিষ্ট দিন চূড়ান্ত হয়নি। আজ সোমবার বিজেপি প্রার্থী দিলীপ সাহা মনোনয়ন জমা দেবেন।

আর কী জানা যাচ্ছে?‌ তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে প্রচারে আসতে পারেন সুব্রত বক্সি, সুদীপ বন্দ্যোপাধ্যায়, সৌগত রায়, শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, কাকলি ঘোষদস্তিদার, অরূপ বিশ্বাস, কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শতাব্দী রায়, গুলাম রব্বানি,জ্যোৎস্না মান্ডি, বীরবাহা হাঁসদা, অদিতি মুন্সি, আবু তাহের খান, দেব, মলয় ঘটক, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, শান্তনু সেন, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, মনোজ তিওয়ারি, সোহম চক্রবর্তী, রাজ চক্রবর্তী, কৌশানী মুখোপাধ্যায় এবং জুন মালিয়াও। আগামী ১৯ ফেব্রুয়ারি সাগরদিঘির মোড়ে নির্বাচনী জনসভায় হাজির থাকবেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup