Suicide in Hooghly: বোর্ডে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন স্কুল শিক্ষক, কারণ নিয়ে ধোঁয়াশা

মর্মান্তিক ঘটনা। বোর্ডে সুইসাইড নোট লিখে আত্মঘাতী হলেন স্কুল শিক্ষক। ঘটনাটি ঘটেছে হুগলির কোদালিয়ার সুকান্তনগরে। মৃত স্কুল শিক্ষকের নাম ভক্ত দাস। গলায় দড়ি দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই স্কুল শিক্ষক। তাঁর বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ। ডিআই অফিসে চাকরির কাগজের ভেরিফিকেশনের আগেই আত্মঘাতী হলেন ওই স্কুল শিক্ষক। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভক্ত দাস দাদপুরের বাবনান হাই স্কুলের অঙ্কের শিক্ষক ছিলেন। ২০০৯ সাল থেকে তিনি স্কুলে শিক্ষকতা করছেন। আজ সোমবার সকালে তাঁকে নিজের ঘরের মধ্যে ঝুলন্ত অবস্থায় দেখেন পরিবারের সদস্যরা। এরপর তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। তাঁর ঘরে রয়েছে একটি বোর্ড। সেই বোর্ডে তিনি বাবা-মাকে নিয়ে দুঃখ প্রকাশ করে একটি সুইসাইড নোট লিখেছিলেন। তবে মৃত্যুর জন্য তিনি কাউকে দায়ী করেননি। যদিও কী কারণে আত্মহত্যা তা বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা।

পরিবারের দাবি, কোনওরকমের সমস্যা ছিল না। পরিবারের কারও সঙ্গে কোনও অশান্তি হয়নি, অবসাদগ্রস্তও ছিলেন না, এমনকী তাঁর চাকরিও বৈধ ছিল। ফলে শিক্ষকের কেন এই সিদ্ধান্ত? তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। স্থানীয়দের দাবি, ওই স্কুল শিক্ষক খুবই শান্ত এবং ভদ্র স্বভাবের ছিলেন। তিনি নিয়মিত স্কুলে যেতেন। এমনকী কারও সঙ্গে কোনওদিন বচসায় জড়াননি তিনি। আগামীকাল মঙ্গলবার হুগলি ডিআই অফিসে ডকুমেন্ট ভেরিফিকেশনের কথা ছিল। কিন্তু তাঁর আগেই তিনি আত্মঘাতী হলেন। কী কারণে আত্মহত্যা করেছেন ওই শিক্ষক তা জানার চেষ্টা করছে পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup