তুরস্কের ভূমিকম্পে মৃতের সংখ্যা ক্রমশ বাড়ছে। সার্বিকভাবে রিখটার স্কেলে ৭.৮ তীব্রতার ভূমিকম্পের জেরে মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে গিয়েছে। সিরিয়ায় প্রায় ৭০ জনের মৃত্যু হয়েছে (তুরস্কে যে ভূমিকম্পের উৎসস্থল, তার জেরে লেবানন, সিরিয়া, সাইপ্রাসের মতো দেশেও কম্পন অনুভূত হয়েছে)। উদ্ধারকারীদের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
তুরস্কের ভূমিকম্পের সাম্প্রতিক আপডেট
- সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ার মন্ত্রকের তরফে বলা হয়েছে যে ‘আলেপ্পো, লাটাকিয়া, হামা এবং টারটাস প্রদেশে ৬৩৯ জন আহত হয়েছেন এবং ২৩৭ জনের মৃত্যু হয়েছে।’
- এপির প্রতিবেদন অনুযায়ী, তুরস্কের বিপর্যয় মোকাবিলা বাহিনীর তরফে জানানো হয়েছে, কমপক্ষে ৭৬ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন কমপক্ষে ৪৪০ জন।
- ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী: তুরস্কে ভূমিকম্পে প্রাণহানি ও সম্পত্তি নষ্ট হওয়ার ঘটনায় গভীরভাবে ব্যথিত। মৃতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। তুরস্কের মানুষের পাশে আছে ভারত এবং এই বেদনাদায়ক ঘটনায় যে কোনওরকম সহযোগিতার জন্য প্রস্তুত আছে ভারত।
- সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, জোরালো ভূমিকম্পে দক্ষিণ তুরস্ক এবং উত্তর সিরিয়ায় মৃৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২০৭। যে সংখ্যাটা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
- সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮। সিরিয়ায় কমপক্ষে ৬২ জনের মৃত্যু হয়েছে।
- সংবাদসংস্থা এপির প্রতিবেদন অনুযায়ী, ভূমিকম্পের জেরে ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছে বিরোধীদের হাতে থাকা একাধিক এলাকা। যে এলাকাগুলিতে প্রায় ৪০ লাখ উদ্বাস্তু থাকেন। যাঁরা দেশের অপর প্রান্ত থেকে ওই অঞ্চলে এসে থাকেন। ওই এলাকায় ভেঙে পড়েছে একাধিক বাড়ি। অ্যাতমেহতে ১১ জনের মৃত্যু হয়েছে।
- তুরস্কের পাশাপাশি সিরিয়া, লেবানন, সাইপ্রাসেও কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় রিপোর্ট অনুযায়ী, তুরস্কের অন্যতম গুরুত্বপূর্ণ শহর তথা প্রাদেশিক রাজধানী গাজিয়াতেপেতে ভূমিকম্প হয়। যা সিরিয়া সীমান্তের কাছে অবস্থিত।
আরও পড়ুন: Turkey Earthquake: প্রথমে ৭.৮, তারপর ৬.৭ তীব্রতার ভূমিকম্পে কাঁপল তুরস্ক, মৃত ৫, ভাঙল অনেক বাড়ি
- ওই ভূমিকম্পের পর জোরালো আফটার শক অনুভূত হয়। মার্কিন জিয়োলজিক্যাল সার্ভিসের তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে ওই ‘আফটার শক’-র তীব্রতা ছিল ৬.৭। প্রথম ভূমিকম্পের ১৫ মিনিট পরে ওই ‘আফটার শক’ হয়।
- সংবাদসংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, সোমবার ভোর ৪ টে ১৭ মিনিটে (স্থানীয় সময়) দক্ষিণ-পূর্ব তুরস্কে ভূমিকম্প হয়। মার্কিন জিয়োলজিক্যাল সার্ভিসের তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। তুরস্কের সরকারি বিপর্যয় মোকাবিলা সংস্থার তরফে দাবি করা হয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪।
(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)