কক্সবাজার সমুদ্রসৈকত থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে দরিয়ানগর সমুদ্রসৈকত থেকে তার লাশ উদ্ধার করা হয়েছে বলে জানান হিমছড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পরিদর্শক হিমেল রায়। ওই যুবকের বয়স আনুমানিক ২৩-২৪ বছর বলে জানালেও পরিচয় নিশ্চিত করতে পারেননি তিনি।
হিমেল রায় বলেন, দুপুরে সমুদ্রসৈকতের রামু উপজেলা অংশের দরিয়ানগর পয়েন্ট থেকে কূলে ভেসে আসা এক ব্যক্তির লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন নেই। জিন্স প্যান্ট ও শীতের জ্যাকেট পরিহিত ছিলেন। ধারণা করা হচ্ছে, মঙ্গলবার ভোরের কোনও একসময় তার মৃত্যু হয়েছে।
পরিদর্শক আরও বলেন, এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড এ ব্যাপারে নিশ্চিত হতে পারিনি আমরা। ঘটনার রহস্য উদঘাটনের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ। লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।