জেলে ফেরার পথে মানিকের প্রিজন ভ্যানে দুর্ঘটনা, মুখে আঘাত পেলেন তৃণমূল বিধায়ক

জেলে নিয়ে যাওয়ার পথে প্রিজন ভ্যানে পথ দুর্ঘটনায় আহত হলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে জেলবন্দি তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্য। মঙ্গলবার বিকেলে তাঁকে ব্যাঙ্কশাল আদালত থেকে প্রেসিডেন্সি জেলে নিয়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মানিকবাবুর মুখে ও বুকে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। জেল হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে।

প্রেসিডেন্সি জেল সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে মানিককে নিয়ে আদালত থেকে জেলে ফেরার সময় দুর্ঘটনাগ্রস্ত হয় প্রিজন ভ্যানটি। প্রিজন ভ্যানের সামনে থাকা একটি বাস জোরে ব্রেক কষে। সঙ্গে সঙ্গে ব্রেক কষে প্রিজন ভ্যানটিও। যার জেরে আসন থেকে ছিটকে পড়েন মানিক। তাঁর মুখে, ঠোঁটে ও বুকে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।

গাড়ি দাঁড় করিয়ে প্রাথমিক চিকিৎসার পর মানিককে নিয়ে যাওয়া হয় প্রেসিডেন্সি জেলে। সেখানে মানিককের চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে।

মঙ্গলবার আদালতে বেশ উত্তেজিত হয়ে ওঠেন মানিক। আদালতে তিনি বলেন, অন্য কোনও জায়গায় আমার বাড়ি থাকলে ঝুলিয়ে দিন। নদিয়াটা লন্ডন অধিগ্রহণ করেছে না কি? তিনি বলেন, তাঁর ২টি বৈধ পাসপোর্ট আছে একথা ঠিক। কিন্তু ২টি পাসপোর্টের একটির পুনর্নবীকরণ হয়নি।