মেলবোর্ন: গত বছরের শেষের দিকে সেপ্টেম্বরেই ওয়ান ডে ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছিলেন অ্যারন ফিঞ্চ (Aaron Finch)। এরপর থেকেই তিনি আর কতদিন আন্তর্জাতিক ক্রিকেট সেই নিয়ে জল্পনা কল্পনা ছিলই। সেই জল্পনার অবসান ঘটল। সব ধরনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন বিশ্বজয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক ফিঞ্চ। অস্ট্রেলিয়া দল (Australia Cricket Team) ফিঞ্চের অধীনেই ২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল।
ফিঞ্চের অবসর
ফিঞ্চ মোট ৭৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে অজি দলকে নেতৃত্ব দিয়েছেন। এটি বিশ্বরেকর্ডও বটে। ওয়ান ডেতে ফিঞ্চের অধীনে অস্ট্রেলিয়া ৫৫টি ম্যাচ খেলেছে। ২০২১ সালে অভিষেক ঘটানোর পর ফিঞ্চ মোট ৮৮০৪ আন্তর্জাতিক রান করেছেন। তাঁর দখলে ১৭টি ওয়ান ডে ও দুইটি টি-টোয়েন্টি শতরান করার কৃতিত্ব রয়েছে। গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেই ফিঞ্চ অস্ট্রেলিয়ার হয়ে শেষ ম্যাচ খেলেছিলেন। তিনি সেই ম্যাচে আর্য়াল্যান্ডের বিরুদ্ধে ৬৩ রানের ইনিংস খেলেন। দলও জয় পায়। তবে ঘরের মাঠে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছতে ব্যর্থ হয় অজিরা।
প্রসঙ্গত, ২০১৮ সালে জিম্বাবোয়ের বিরুদ্ধে ৭৬ বলে ফিঞ্চের করা ১৭২ রান আজও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বকালের সর্বোচ্চ স্কোর। নিজের অবসরের সিদ্ধান্ত নিয়ে ফিঞ্চ সাংবাদিকদের বলেন, ‘আমি ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত খেলা চালিয়ে যেতে পারব না। তাই এটাই জাতীয় দল থেকে সরে যাওয়ার সেরা সময়। এখন অবসর নিলে দল সেই বিশ্বকাপের জন্য প্রস্তুতি নেওয়ার যথেষ্ট সময় পাবে। আমার গোটা আন্তর্জাতিক কেরিয়ারে যারা আমায় সমর্থন করেছেন, তাঁদের সকলকে অসংখ্য ধন্যবাদ।’
ঝুলনের মন্তব্য
মহিলাদের আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) মেন্টর নিযুক্ত হয়েছেন ঝুলন গোস্বামী (Jhulan Goaswami)। দায়িত্ব পাওয়ার পর প্রথমবার মুখ খুললেন চাকদা এক্সপ্রেস। তিনি বলেন, ‘আমি নতুন এই দায়িত্ব পেয়ে ভীষণভাবে উচ্ছ্বসিত। বোলিং কোচ ও মেন্টর হিসেবে কাজ করা আমার জন্য সৌভাগ্যের। মেয়েদের সঙ্গে কাজ করার সুযোগ পাব। চার্লট ও দেভিয়েকার সঙ্গে সংঘবদ্ধভাবে কাজ করতে পারব। মুম্বই বরাবরই শক্তিশালী দল। জয়ের জন্য মুখিয়ে থাকে। মুম্বই শিবিরের পরম্পরা বজায় রাখার চেষ্টা করব আমরা।’
দলের কোচ প্রাক্তন ইংল্যান্ড তারকা চার্লট এডওয়ার্ড বলছেন, ‘মুম্বই শিবিরে যোগ দিতে পারা সম্মানের ব্যাপার। ম্য়ানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই। মহিলা ক্রিকেট এভাবেই এগিয়ে যাবে। ঝুলন ও দেভিয়েকার সঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি। মুম্বইয়ের সংস্কৃতিটা বুঝতে হবে। প্লেয়াররা মন খুলে যেন খেলতে পারে, সেদিকেই লক্ষ্য রাখব। দ্রুত কাজ শুরু করতে চাইছি।’
আরও পড়ুন: অশ্বিনকে সামলানোর জন্য প্রস্তুত খোয়াজা, কী বললেন?