Australia Star Steve Smith Feels Winning Test Series In Will Be Bigger Than Ashes Victory

নয়াদিল্লি: ৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়ার (IND vs AUS) চার ম্যাচের টেস্ট সিরিজ। এই সিরিজের মাধ্যমেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারিত হবে। ভারতের মাটিতে প্রায় দুই দশক ধরে কোনও টেস্ট সিরিজ জিততে পারেনি অস্ট্রেলিয়া। ঘরের মাঠেও ভারতের বিরুদ্ধে শেষ দুই টেস্ট সিরিজেও পরাজিত হয়েছে অজিরা। এবার ভারতের মাটিতে তাই ‘টেস্ট ক্রিকেটের কঠিনতম চ্যালেঞ্জ’ জিততে বদ্ধপরিকর স্টিভ স্মিথ (Steve Smith), ডেভিড ওয়ার্নাররা (David Warner)। স্মিথের মতে ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়টা অ্যাসেজের থেকেও বড় জয় হবে।

অ্যাসেজের থেকেও বড়

স্টিভ স্মিথ বলেন, ‘এখানে টেস্ট ম্যাচ জেতাটাই ভীষণ কঠিন, সিরিজ তো ছেড়েই দিন। সুতরাং, এখানে সিরিজ জেতাটা বিরাট কৃতিত্বের। আমার ব্যক্তিগতভাবে মনে হয় ভারতে সিরিজ জয়টা অ্যাসেজ জয়ের থেকেও বড় হবে।’ তাঁর দীর্ঘদিনের অজি সতীর্থ তথা তারকা অজি ওপেনার ডেভিড ওয়ার্নারের মতে ভারতে টেস্ট সিরিজ জয়টা অস্ট্রেলিয়ার কঠিনতম চ্যালেঞ্জ। ‘গত অ্যাসেজ সিরিজের অংশ হতে পারার অভিজ্ঞতাটা দারুণ ছিল। তবে ভারতে এসে, তাঁদের ঘরের মাঠে তাঁদেরকে হারানোটা আমাদের জন্য কঠিনতম চ্যালেঞ্জ। আমি এই সিরিজে খেলার জন্য মুখিয়ে রয়েছি। বিশ্বের সেরা স্পিনারদের বিরুদ্ধে খেলার চ্যালেঞ্জটার জন্য আরও বেশি উৎসাহিত।’

প্রস্তুত খোয়াজা

ভারতের স্পিনিং ট্র্যাকে ভাল পারফর্ম করার জন্য এবার বিশেষ প্রস্তুতি নিয়ে ভারত সফরে এসেছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। দলের অন্যতম তারকা ব্যাটার উসমান খোয়াজা আত্মবিশ্বাসী যে অজিরা এবার ভাল পারফর্ম করবে সিরিজে। এমনকী ভারতীয় দলের স্পিন আক্রমণের প্রধান মুখ অশ্বিনকে সামলানোর জন্যও প্রস্তুত খোয়াজা।

অস্ট্রেলিয়ার তারকা ওপেনার বলছেন, ‘অশ্বিন নিঃসন্দেহে বড় মাপের বোলার। ওঁর বোলিংয়ে একাধিক বৈচিত্র্য রয়েছে। পিচের চরিত্র বুঝে আক্রমণে অনেক বদল আনতে পারে অশ্বিন। কিন্তু ওঁকে খেলার জন্য নিজেদের তৈরিও করেছি আমরা।’ অশ্বিনকে খেলার জন্য ২১ বছরের মহেশ পিথিয়া নামে এক তরুণ স্পিনারকে নিয়ে নিজেদের প্রস্তুতি সারছে অস্ট্রেলিয়া দল। অশ্বিন ছাড়াও ভারতের রয়েছে জাডেজা, অক্ষর, সুন্দরের মত বিশ্বমানের স্পিনার। খোয়াজা আরও বলছেন, ‘আমাদের জন্য অবশ্যই একটা কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে ভারতের স্পিনারদের বিরুদ্ধে তাঁদের ঘরের মাঠে খেলা। এখানেই উইকেটে যে কোনও সময় থেকে বল ঘুরতে শুরু করে। তাই এটা পুরোটাই আমাদের ওপর যে কীভাবে আমরা বোলারদের আক্রমণের সামনে রুখে দাঁড়াব।’

আরও পড়ুন: ”পাকিস্তানে খেলতে না এলে….”, ফের বিতর্কিত মন্তব্য মিঁয়াদাদের