Basirhat rape case: বাড়িতে ছিলেন না বাবা মা, সেই সুযোগে প্রতিবন্ধী যুবতীকে ধর্ষণ, গ্রেফতার অভিযুক্ত

রাজ্যে ফের ধর্ষণ। প্রতিবন্ধী এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। ঘটনাটি বসিরহাটের হাড়োয়া থানা এলাকার। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই যুবতীর পরিবারের কাছ থেকে অভিযোগ পেয়ে পুলিশ বছর ৩৫-এর এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে রবিবার সন্ধ্যায়। ওই সময় যুবতীর বাড়িতে কেউ ছিলেন না। বাবা মা বাইরে গিয়েছিলেন। তখন বাড়িতে একাই ছিলেন ওই যুবতী। সেই সুযোগে যুবতীর বাড়িতে ঢুকে পড়ে ওই ব্যক্তি। এরপর যুবতীকে জোর করে ধর্ষণ করে। এমনকী বিষয়টি কাউকে জানানোর জন্যও যুবতীকে হুমকি দেয় ওই ব্যক্তি। পরে যুবতীর বাবা-মা বাড়িতে ফিরলে সমস্ত ঘটনা খুলে বলেন যুবতী। এদিকে, এই ঘটনার পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন ওই যুবতী।

ঘটনায় স্থানীয় হাসপাতালে যুবতীকে চিকিৎসার জন্য নিয়ে যান তাঁর বাবা-মা। পাশাপাশি ওই ব্যক্তির বিরুদ্ধে হাড়োয়া থানায় ধর্ষণের অভিযোগ দায়ের করেন যুবতীর পরিবার। অভিযোগ পেয়ে পুলিশ ওই ব্যক্তির বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে। যদিও অভিযুক্ত ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছে। এই ঘটনায় যুবতীর ডাক্তারি পরীক্ষা করানো হবে। ধৃতকে আজ বসিরহাট মহকুমা হাসপাতালে তোলা হয়। এই ঘটনায় মানবাধিকার কমিশনের জেলা সভাপতি তদন্তের দাবি জানিয়েছেন। উল্লেখ্য তিনি ওই গ্রামেরই বাসিন্দা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup