৭ বছর বয়সি এক শিশুকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা করেছিল যুবক। কিন্তু শিশুটির চিৎকারে ওই যুবক তাকে ধর্ষণ করতে পারেনি। সেই ক্ষোভে শিশুকে ২৯ বার ছুরিকাঘাত করে খুন করা হয়েছিল। ঘটনায় অভিযুক্ত যুবককে মৃত্যুদণ্ড দিল মধ্যপ্রদেশের ইন্দরের একটি আদালত। আসামির নাম হল সুরেখা মিশ্র সাদ্দাম। সেই সঙ্গে তাকে ৯ হাজার টাকা জরিমানা করেছেন বিশেষ পকসো আদালতের বিচারক। পাশাপাশি, মেয়েটির পরিবারকে ৩ লক্ষ টাকা দেওয়ার জন্য রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে।
মামলার রায় দিতে গিয়ে বিচারক বলেন, ‘অমানবিকতার সীমা অতিক্রম করে আসামি বর্বরভাবে এই অপরাধটি করেছে। যা স্পষ্ট করে দেয় যে অভিযুক্ত পুরো সমাজের জন্য বিপজ্জনক। সমাজের জন্য একটি অভিশাপ এবং তার পুনর্বাসন করা সম্ভব নয়।’ সাদ্দামের বিরুদ্ধে অপহরণ এবং হত্যার অভিযোগ আনা হয়েছে। ঘটনাটি ঘটেছিল ২০২২ সালের সেপ্টেম্বরে। আদালত সূত্রে জানা গিয়েছে, মেয়েটি আজাদ নগরে দিদিমার বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখানে খেলা করার সময় তাকে অপহরণ করে নিয়ে যায় সাদ্দাম। তার উদ্দেশ্য ছিল মেয়েটিকে ধর্ষণ করা কিন্তু সে চিৎকার চেঁচামেচি করায় তাকে ধর্ষণ করতে ব্যর্থ হয় অভিযুক্ত এরপর তাকে খুন করে।
অভিযোগ দায়ের পর হওয়ার পরেই পুলিশ সাদ্দামকে গ্রেফতার করে। যদিও সাদ্দামের আইনজীবী আদালতকে জানান, অভিযুক্ত মানসিকভাবে অসুস্থ। তার চিকিৎসাও চলছে। তবে সেই যুক্তি মানতে চায়নি আদালত। সরকারি আইনজীবীর বক্তব্য, এই অপরাধ করার পর সাদ্দাম প্রত্যক্ষদর্শীদের খুন করার হুমকি দিয়েছিল। মামলায় ২৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে, পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া সিসিটিভি ফুটেজে মেয়েটিকে অপহরণের প্রমাণও পেয়েছে আদালত। তারপরেই আসামিকে মৃত্যুদণ্ড দেয় আদালত।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup