জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: হাতে আর ঠিক দু’দিন। তারপরেই বহু প্রতীক্ষিত ভারত-অস্ট্রেলিয়া (IND vs AUS) মহাযুদ্ধ। আগামী ৯ ফেব্রুয়ারি থেকে নাগপুরের বিদর্ভ ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে (Vidarbha Cricket Association Stadium) শুরু বর্ডার-গাভাসকর ট্রফির (Border-Gavaskar Trophy, BGT) প্রথম টেস্ট। প্যাট কামিন্সের (Pat Cummins) দলের প্রথম সাত ব্যাটারের পাঁচজনই বাঁ-হাতি। যা ভারতীয় বোলারদের কাছে রীতিমতো চ্যালেঞ্জের। মার্নাস লাবুশানে (Marnus Labuschagne), উসমান খোয়াজা (Usman Khawaja), ডেভিড ওয়ার্নার (David Warner), ট্র্যাভিস হেড (Travis Head), অ্যালেক্স ক্যারি (Alex Carey) ও ম্যাট রেনশরা (Matt Renshaw) সকলেই বাঁ-হাতে ব্য়াট করেন। রোহিত শর্মার (Rohit Sharma) ডেপুটি কেএল রাহুল (KL Rahul) জানিয়ে দিলেন যে, অজি বাঁ-হাতিদের সামলাবেন ভারতের কারা!
মঙ্গলবার অর্থাৎ আজ রাহুল নাগপুরে সাংবাদিক বৈঠক করেছিলেন। টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক বিয়ের পর্ব মিটিয়েই চলে এসেছেন জাতীয় কর্তব্য পালন করতে। মাঠে নামার আগে তিনি বলছেন,’অস্ট্রেলিয়ায় অনেক বাঁ-হাতি ব্যাটার রয়েছে। আমাদের বোলারদের জন্য় সেটা চ্যালেঞ্জ। ওদের ছ’সাতজনই বাঁ-হাতে ব্যাট করে। এমনটা খুব একটা বেশি টিমের মধ্যে দেখা যায় না। তবে ওদের বল করার জন্য মুখিয়ে রয়েছে আমাদের মহম্মদ সিরাজ ও রবিচন্দ্রন অশ্বিন। দেখুন যদি ইতিহাস দেখেন, তাহলে বুঝবেন যে, এখানে রিভার্স সুইং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিগত ১০ দিন আমরা এভাবেই প্রস্তুতি নেওয়ার চেষ্টা করেছি।’ রাহুল ভারতের ব্যাটিং টেমপ্লেট নিয়েও কথা বলেছেন এদিন। তিনি জানান, ‘যদি পরিস্থিতি আসে তাহলে আমরা খুলেই খেলব। অন্যথা আমাদের নিয়মিত টেস্ট ক্রিকেট ব্যাটিং টেমপ্লেটই বজায় রাখব। আসলে মিডল অর্ডারে যারা ব্যাট করে, এই পরিকল্পনা তাদের জন্য কাজ করে।’
আরও পড়ুন: Cheteshwar Pujara, Border-Gavaskar Trophy 2023: অভিজ্ঞ পূজারার বদলে আনকোরা সূর্যে ভরসা! প্রাক্তন জাতীয় নির্বাচকের টুইট ঘরে তীব্র চাঞ্চল্য!
আগামী ৯-১৩ ফেব্রুয়ারি ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট হবে নাগপুরে। ১৭-২১ ফেব্রুয়ারি, দ্বিতীয় টেস্ট, দিল্লিতে। ১-৫ মার্চ, তৃতীয় টেস্ট, ধরমশালায়। ৯-১৩ মার্চ, সিরিজের চতুর্থ তথা শেষ টেস্ট আহমেদাবাদে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে প্রথম দুই টেস্টের ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত, ঈশান কিশান, রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও সূর্যকুমার যাদব। ঈশান-সূর্য সাদা বলের ক্রিকেটে ভালো পারফর্ম করে লাল বলের ক্রিকেটে সুযোগ পেয়েছেন।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)