Madan Mitra: ‘বৃন্দা কারাতকে নিয়ে সভা করলেও ১ মিনিটে ফাঁকা করে দেব’, মীনাক্ষীকে চ্যালেঞ্জ মদনের

পঞ্চায়েত ভোটের আগে রাজনৈতিক নেতাদের মুখে বিতর্কিত মন্তব্য যেন থামছেই না। এবার ডিওয়াইএফআই-এর রাজ্য সম্পাদক মীনাক্ষী মুখোপাধ্যায়কে চ্যালেঞ্জ করে বিতর্কিত মন্তব্য করলেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। তিনি বলেন, ‘বৃন্দা কারাতকে নিয়ে ফুলতলা ময়দানে সভা করুন। এক মিনিটে ফাঁকা করে দিতে না পারলে জীবনে তৃণমূলের ঝান্ডা ধরব না।’

শুধু এখানেই না থেমে বিরোধীদের বিরুদ্ধে হিংসাত্মক ঘটনা ঘটানোর অভিযোগ তুলেছেন মদন মিত্র। তিনি বলেন, ‘কিছু কিছু জায়গায় বিজেপি, সিপিএম এবং কংগ্রেস বিচ্ছিন্ন ঘটনা ঘটানোর চেষ্টা করছে। এরপরে পঞ্চায়েত ভোট নিয়ে আত্মবিশ্বাসী মদন মিত্র বলেন, ‘৯৮ শতাংশ জায়গায় তৃণমূল জয়ী হবে।’ প্রসঙ্গত, পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের বিভিন্ন জায়গায় অশান্তির অভিযোগ উঠেছে। গোষ্ঠী আন্দোলনের পাশাপাশি বোমাবাজির অভিযোগ উঠেছে। তবে এসবের সঙ্গে তৃণমূলের যোগ নেই বলে দাবি করেছেন মদন মিত্র। পালটা এসবের জন্য তিনি বিজেপিকে দায়ী করেন।

তিনি বলেন, ‘বিজেপির লোকেরা অশান্তি পাকাচ্ছে আমরা নিশ্চয়ই দলের লোকেদের মারছি না। প্রশাসন এ বিষয়ে কাজ করছে।’ সিবিআই, ইডি তদন্ত নিয়েও কটাক্ষ করেন মদন মিত্র। এ বিষয়ে তিনি বলেন, ‘ওরা যতই প্যারামিলিটারি ফোর্স বা এএনআই নিয়ে আসুক না কেন, সিটি অফ জয় নাম বদল করে সিটি অব সিবিআই বা সিটি অব ইডি করুক না কেন তৃণমূলই জয়ী হবে।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup