হর্ন বাজানোকে কেন্দ্র করে বচসা। তার জেরে তরুণকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নবগ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই তরুণকে খুনের ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের বিরুদ্ধে।
নবগ্রামের বিধায়ক কানাই মণ্ডলের দাবি, খেলা নিয়ে গন্ডগোলকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই তরুণ নিজের দলের সঙ্গে ক্রিকেট খেলতে গিয়েছিল। ক্রিকেট ম্যাচে জেতার পর হই হুল্লোড় করতে করতে তাঁরা বাড়ি ফিরছিল। সেই সময় তৃণমূলের কয়েকজন একটি মিছিল থেকে ফিরছিল। তখনই তৃণমূলের কর্মী সমর্থকদের সঙ্গে তাঁদের বচসা বাঁধে। সেই সময়ের মতো বিষয়টি মিটে গেলেও পরে পলসন্ডা মোড়ে আবার তাদের মধ্যে বচসা বাঁধে। তখনই তৃণমূলের একজন তারকের ব্যাট কেড়ে নিয়ে তাঁর মাথায় আঘাত করে।
এরপরে ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়ে ওই তরুণ। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। এছাড়াও বেশ কয়েকজন যুবককে মারধর করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পরে থানায় অভিযোগ দায়ের করেন আক্রান্ত যুবকরা। অভিযোগ পেয়ে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। এই ঘটনার আরও কারা কারা জড়িত তা জানার চেষ্টা করছে পুলিশ।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup