বাংলা নিউজ > টুকিটাকি > Optical Illusion of Hidden Character: ছবিতে শুধু ব্যক্তির মুখই নেই, রয়েছে একটি কুকুরও! দেখতে পেলেন? পোস্ট ভাইরাল
Updated: 07 Feb 2023, 06:41 PM IST
Sritama Mitra
এক স্কেচে আঁকা এই অসামান্য ছবিটিতে আসলে দুটি রকমের চরিত্রের আদল রয়েছে। আর সেই দুটি চরিত্রকে মিলিয়ে মিশিয়ে একটি আদলের মধ্যে ধরতে চেয়েছেন। আর সেখানেই পর্যবেক্ষণের খেলা! যাঁর পর্যবেক্ষণ ক্ষমতা যত বেশি ভালো, তিনিই এই অপটিক্যাল ইলিউশনের সমাধান সহজে করতে পারবেন।