Riya Murder: ঝাড়খণ্ডের অভিনেত্রী খুনের ঘটনায় রিভালবার পেল পুলিশ, শোরগোল বাগনানে

ঝাড়খণ্ডের অভিনেত্রী রিয়া কুমারী। গাড়ি থেকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল তার দেহ। তাকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করা হয়েছিল। তার স্বামী দাবি করেছিলেন, হাওড়ার বাগনানের চন্দ্রপুরে ৬ নম্বর জাতীয় সড়কের ধারে দুষ্কৃতীরা গাড়ির ভেতর গুলি করে রিয়াকে হত্য়া করেছিল। তবে পুলিশ রিয়ার স্বামীকে গ্রেফতার করে। চন্দ্রপুরে যে জায়গায় ঘটনাটি হয়েছিল বলে দাবি করা হয় সেখানে তল্লাশি চালায় বাগনান থানার একটি দল ও হাওড়া গ্রামীণ পুলিশের দল। গোয়েন্দাদের টিমও স্থানীয় এলাকায় তল্লাশি চালায়। আর সেখানেই ঘটনাস্থল থেকে প্রায় দেড়শো ফুট দূরে একটি ঝোপের মধ্যে রিভালবারটি পাওয়া গিয়েছে। পুলিশ সূত্রে এমনটাই খবর।

প্রশ্ন উঠেছে তবে কি এই রিভালবার দিয়েই খুন করা হয়েছিল রিয়াকে? খুন করার পরে কি রিভালবারটি ছুঁড়ে ফেলা হয়েছিল ঝোপের মধ্যে? প্রমাণ লোপাটের জন্যই কি এভাবে রিভালবার ফেলে দিয়েছিল খুনী?

এদিকে অভিনেত্রীর স্বামী দাবি করেছিলেন, লুঠপাট করার জন্য রিয়াকে নিশানা করে গুলি চালিয়েছিল দুষ্কৃতীরা। তবে প্রথম থেকেই এনিয়ে সন্দেহ দানা বাঁধে পুলিশের। ওই গাড়িতে রিয়ার শিশু সন্তানও ছিলেন। তার সামনেই খুন করা হয় রিয়াকে। দাবি এমনটাই। তবে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল রিয়াকে।তবে স্বামী প্রকাশ কুমারকে পরে গ্রেফতার করে পুলিশ। গত ২৮ ডিসেম্বর ভোরে বাগনানে জাতীয় সড়কের ধারে খুন করা হয়েছিল রিয়াকে। প্রায় দেড় মাস পরে জাতীয় সড়কের ধারের ঝোপ থেকে পুলিশ ওই রিভালবারটি উদ্ধার করল।

গত তিনদিন ধরে ওই এলাকায় তল্লাশি চালাচ্ছিল পুলিশ। সোমবার দুপুরে পুলিশ এলাকায় একটি ঝোপের মধ্যে থেকে রিভালবারটি পায়। এই ঘটনায় চারজনকে আগেই গ্রেফতার করা হয়েছিল। ধৃত এক অস্ত্র ব্যবসায়ীকে দফায় দফায় জেরা করেই এই অস্ত্রের ব্যাপারে ইঙ্গিত পায় পুলিশ। তবে এখনও খুনের রহস্য পুরোপুরি উন্মোচিত হয়নি। পুলিশ এবার অস্ত্রটি পরীক্ষা করে দেখবে।

রিয়া কুমার ওরফে ইশা আলিয়া। তার স্বামী প্রকাশ দাবি করেছিল তিনি সিনেমা পরিচালনার সঙ্গে যুক্ত। আর দুষ্কৃতীরাই ছিনতাই করার জন্য তার স্ত্রীকে খুন করেছে। তবে সেই ঘটনার তদন্তে এবার বড় মোড়। ঘটনাস্থলের কাছ থেকে উদ্ধার হল একটি রিভালবার। সেটা দিয়েই পরিকল্পিতভাবে খুন করা হয়েছিল বলে মনে করা হচ্ছে। এই ঘটনায় আর কারা জড়িত সেটাও খতিয়ে দেখা হচ্ছে।