নাগপুর: মাঝে আর একটা দিন। এরপরই নাগপুরে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া (India vs Australia) প্রথম টেস্ট। বর্ডার-গাওস্কর (Border-Gavaskar Trophy) ট্রফির প্রথম টেস্ট হতে চলেছে নাগপুরে (Nagpur)। ম্যাচ শুরুর আগে ২ দলই চূড়ান্ত প্রস্তুতিতে ব্যস্ত এখন। ভারতীয় শিবিরে যোগ দিয়েছেন কে এল রাহুল (KL Rahul)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজেদের পরিকল্পনা প্রসঙ্গেও মুখ খুললেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক।
কী বললেন রাহুল?
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে স্পিন দিয়েই আক্রমণ করতে চলেছে ভারতীয় শিবির, এ বিষয়ে মোটামুটি একটা শিলমােহর দিয়ে দিলেন রাহুল। তিনি বলেন, ”আপাতত তিন স্পিনার নিয়েই খেলার পরিকল্পনা রয়েছে আমাদের। যদিও এখনই এই নিয়ে পাকাপাকি কিছু বলা উচিত হবে না। পিচের চরিত্র বুঝেই আমরা একাদশ সাজাব।” রাহুল জানিয়েছেন যে এই সিরিজ জয়ের জন্য মুখিয়ে আছে টিম ইন্ডিয়া। কারণ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে গেলে এই সিরিজে ভাল পারফর্ম করতেই হবে। কর্ণাটকী আরও বলেন, ”যখন বর্ডার-গাওস্কর ট্রফি নিয়ে আলোচনা হচ্ছে, তখন অবশ্যই একটা আলাদা মাত্রা যোগ করে এই সিরিজ। আমাদের ব্যাটাররাও নিজেদের প্রস্তুত করেছে স্পিনের বিরুদ্ধে ভাল খেলার জন্য। পিচ স্পিন নির্ভর হয় ভারতে। আর ওঁদেরও বিশ্বমানের স্পিনার রয়েছে। ২ দলই চাইবে সিরিজে জিততে।”
বৃহস্পতিবার থেকে শুরু হতে চলা ভারত-অস্ট্রেলিয়ার সিরিজের ফলাফলের উপর নির্ভর করেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ফাইনালিস্ট নির্ধারিত হবে। এই সিরিজে ভারতের ভাল ফলাফলের জন্য বিরাট কোহলির (Virat Kohli) ভাল খেলাটা ভীষণই জরুরি। আসন্ন বর্ডার-গাওস্কর ট্রফিতে (Border-Gavaskar Trophy) একাধিক রেকর্ড নিজের নামে করার হাতছানি রয়েছে কোহলির সামনে।
তিন রেকর্ড
২০১৮ সালে পারথ টেস্টে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ শতরান হাঁকিয়েছিলেন বিরাট কোহলি। তিনি নতুন বছরেরর শুরুটাও দারুণভাবে করেছেন। আসন্ন সিরিজে বিরাট কোহলি যদি নিজের ফর্ম ধরে রেখে শতরান করতে পারেন, তাহলেই তিনি বর্ডার-গাওস্কর ট্রফিতে সর্বাধিক শতরান করা ব্যাটারদের তালিকায় যুগ্মভাবে দ্বিতীয় স্থানে পৌঁছে যাবেন ভারতের তারকা ব্যাটার। আপাতত তিনি সাতটি শতরান করেছেন। আরেকটি শতরান করলেই তিনি যুগ্মভাবে সুনীল গাওস্কর ও স্টিভ স্মিথ সঙ্গে যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ আটটি শতরান করে ফেলবেন।
টেস্টে ৮১১৯ রান করা বিরাট কোহলি টেস্টে ভারতের সর্বকালের ষষ্ঠ সর্বোচ্চ রানসংগ্রাহক। তিনি চার টেস্ট ম্যাচে যদি অন্তত ৩৯১ রান করতে পারেন, তাহলেই তিনি বীরেন্দ্র সহবাগকে পিছনে ফেলে টেস্টে পঞ্চম সর্বোচ্চ ভারতীয় সংগ্রাহক হয়ে যাবেন। সহবাগ টেস্টে ভারতের হয়ে ৮৫০৩ রান করেছেন। এছাড়া কোহলি আর ৬৪ রান করলেই আন্তর্জাতিক ক্রিকেটে ২৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করবেন। সচিন তেন্ডুলকরের পর মাত্র দ্বিতীয় ভারতীয় হিসাবে এই কৃতিত্ব গড়ার হাতছানি রয়েছে বিরাটের সামনে।