জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: এবার এশিয়া কাপের (Asia Cup 2023) আয়োজক দেশ কিন্তু পাকিস্তান (Pakistan)। তবে বিসিসিআই (BCCI) একেবারেই রাজনৈতিক কারণে সেই দেশে গিয়ে কোনওরকম ক্রিকেট খেলবে না, না তো না। বিসিসিআই নিজেদের অবস্থানেই অনড় থাকবে। পাকিস্তানে ভারতে খেলতে না যাওয়ার প্রসঙ্গে সম্প্রতি বিসিসিআই-কে এক হাত নিয়েছে পাকিস্তানের প্রাক্তন মহাতারকা জাভেদ মিয়াঁদাদ (Javed Miandad)। মিয়াঁদাদ তাঁর ইউটিউব চ্যানেলে ভারতকে আক্রমণ করেছেন, তিনি বলেছেন, ‘আমি আগেও বলেছি, ভারত যদি পাকিস্তানে না আসে, আমাদের কিস্যু যায় আসে না। কোনও প্রভাব পড়বে না। আমরা আমাদের ক্রিকেট পাচ্ছি। আইসিসি যদি এগুলো নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে গর্ভনিং বডি হয়ে লাভ কী! সকল দেশের জন্য আইসিসি-র এক নিয়ম করা উচিত। ভারত যতই শক্তিশালী হোক না কেন, আইসিসি-র উচিত ওদের সরিয়ে দেওয়া। ভারত পাকিস্তানে ক্রিকেট খেলতে আসতে না চাইলে, ওরা নরকে যাক। পাকিস্তানের বেঁচে থাকার জন্য ভারতের প্রয়োজন নেই।’ এবার মিয়াঁদাদকে একহাত নিলেন ভারতের প্রাক্তন পেসার ভেঙ্কটেশ প্রসাদ (Venkatesh Prasad)। প্রসাদ তিন শব্দে মিয়াঁদাদের উইকেটটি ছিটকে দিয়েছেন। সোস্যাল মিডিয়ায় চালিয়ে খেলা প্রসাদ শুধু লেখেন, ‘কিন্তু ভারত নরকে যেতে প্রত্যাখ্যান করছে।’
দ্য এশিয়ান ক্রিকেট কাউন্সিল ওরফে এসিসি গত জানুয়ারি মাসে এশিয়া কাপেরদামামা বাজিয়ে দিয়েছিল। এসিসি জানিয়ে দেয় যে, আগামী সেপ্টেম্বরে হবে এশিয়া সেরা হওয়ার লড়াই। এবার ৫০ ওভারের ফরম্যাটে খেলা। গতবারের মতো এবারও দুই চির প্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান এক গ্রুপে রয়েছে। এশিয়া কাপে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান ছাড়াও অংশ নেবে একটি কোয়ালিফায়ার টিম। গতবারের চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা। তারা ফাইনালে পাকিস্তানকে হারিয়ে দিয়েছিল। যেহেতু চলতি বছর ৫০ ওভারের বিশ্বকাপ। সেহেতু এশিয়া কাপও হচ্ছে ৫০ ওভারের ফরম্যাটেই। ওয়ানডে ফরম্যাটেই মূল ফোকাস এখন। টুর্নামেন্টে গ্রুপ পর্যায়ে ন্যূনতম তিনবার দেখা যাবে ‘মাদার অফ অল ব্যাটল’। সুপার ফোর এবং ফাইনালেও দেখা হতে পারে রোহিত শর্মা ও বাবার আজমদের।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)