প্রকাশিত: ৫:৫৮ অপরাহ্ণ, ৮ ফেব্রুয়ারি ২০২৩
গাজীপুরের রাজেন্দ্রপুর রেঞ্জ অফিসের নওয়াগাঁও এলাকায় ১৫ থেকে ২০ বছর আগে অবৈধ বনভূমি দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগের কর্মকর্তারা। ঢাকা বিভাগীয় সহকারী বন কর্মকর্তা ও বন সংরক্ষক রেজাউল আলমের নেতৃত্বে শামসুন্নাহার শ্রাবণী অভিযান পরিচালনা করেন
এ সময় দখলদার রিয়াজ উদ্দিনের অবৈধ ভাবে গড়ে তোলা দোকান, টিনশেড বাড়ি, গ্যারেজ, শরাফত আলীর টিনের ঘড় ও বাউন্ডারি, টিনশেড বাড়ি, কাঠের দোকান ও মিরাজ উদ্দিনের স্যানিটারি ওয়ার্কশপ উচ্ছেদ করা হয়।
রাজেন্দ্রপুর পূর্ব বিট কর্মকর্তা মো.আইউব খান বলেন, ঢাকা বিভাগীয় বন কর্মকর্তা কাজী মুহাম্মদ নূরুল করিমের দিকনির্দেশনায় স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়েছে। এতে প্রায় ১ কোটি টাকার বনভূমি উদ্ধার করা হয়েছে।
তিনি আরো বলেন, বন রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলেও জানান বিট কর্মকর্তা। অভিযানের সময় আরো উপস্থিত ছিলেন রাজেন্দ্রপুর পূর্ব বিটের কর্মকর্তারা।
শাকিল/সাএ