শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রীর সঙ্গে জেলে দেখা হল অপর অভিযুক্ত কুন্তল ঘোষের। মঙ্গলবার প্রেসিডেন্সি জেলের ভিতর মাঠে ২ জনের দেখা হয়। আর তখনই এগিয়ে গিয়ে কুন্তলের সঙ্গে কথা বলেন পার্থ। ২ জনের কথোপকথনের কিছু অংশ ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানা হয়েছে প্রেসিডেন্সি জেলে। সম্প্রতি একই জেলে রাখা হয়েছে আরেক অভিযুক্ত তথা যুব তৃণমূলের সাধারণ সম্পাদক কুন্তল ঘোষকে। দুজনেই রয়েছেন জেলের একই ব্লকে। তবে ২ জনের সেল আলাদা। পার্থ রয়েছেন ১ নম্বর সেলে আর কুন্তল ২২ নম্বরে।
সূত্রের খবর, প্রতিদিনের মতো মঙ্গলবার সকালেও জেলের সামনের মাঠে হাঁটাচলা করার অনুমতি দেওয়া হয় বন্দিদের। সেখানেই কুন্তলকে দেখে এগিয়ে আসেন পার্থ। প্রশ্ন করেন, ‘এই, তুমি আমাকে চেনো? তুমি আমার নামটাই নিলে’? জবাবে কুন্তল মৃদু স্বরে বলেন ‘আলাপ নেই’। আসেপাশে থাকা কয়েদিদের সূত্রে তেমনই জানা গিয়েছে।
শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে যে টাকা উদ্ধার হয়েছে তার মধ্যে কুন্তলের টাকাও রয়েছে বলে আদালতে জানিয়েছে ইডি। কুন্তলই একথা জানিয়েছেন বলে উল্লেখ করেছেন তদন্তকারীরা। সেই খবর প্রকাশিত হয়েছিল সংবাদপত্রে। সম্ভবত সেখানেই কুন্তলের কথা জানতে পেরেছেন তিনি। দেখতে পেয়েছেন কুন্তলের ছবিও। সেখান থেকেই কুন্তলকে শনাক্ত করতে পেরেছেন জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী।
আপাতত আগামী ১৭ ফেব্রুয়ারি পর্যন্ত প্রেসিডেন্সি জেলে থাকবেন কুন্তল। নিয়োগ দুর্নীতি মামলায় দুই অভিযুক্তের মধ্যে আবারও কাকতালীয়ভাবে সাক্ষাৎ হয় কি না সেটাই দেখার।