বর্তমান সময়ের সর্বাধিক গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধানের কাজের স্বীকৃতি হিসেবে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের পুরস্কার বিজয়ী বাংলাদেশিদের সংবর্ধনা দিয়েছেন ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বুধবার (৮ ফেব্রুয়ারি) এক আয়োজনের মাধ্যমে তাদের সংবর্ধনা দেওয়া হয়।
এসময় রাষ্ট্রদূত পিটার হাস বলেন, ‘ঠিক কাজটি করার জন্য সাহস ও নিষ্ঠার সাথে লড়াই করেছেন এমন ব্যক্তিদের সাথে একত্রিতভাবে এই বিজয় উদযাপন করতে পারা আমার জন্য সম্মানের।’
দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সম্মানিত পুরস্কার বিজয়ীদের মধ্যে রয়েছেন- সৈয়দা রিজওয়ানা হাসান, তিনি পরিবেশ ও মানবাধিকারের সুরক্ষায় তার সক্রিয় অংশগ্রহণ ও আন্দোলনের জন্য ২০২২ সালের ইন্টারন্যাশনাল উইমেন অফ কারেজ অ্যাওয়ার্ড বিজয়ী হয়েছেন। পুরস্কার বিজয়ীদের মধ্যে আরেকজন মোহাম্মদ তরিকুল ইসলাম, তিনি ২০২২ সালের ট্রাফিকিং ইন পারসনস রিপোর্ট হিরো স্বীকৃতি পেয়েছেন।
এছাড়াও সাংবাদিক রোজিনা ইসলাম ২০২২ সালের অ্যান্টি-করাপশন চ্যাম্পিয়ন নির্বাচিত হয়েছেন। আর ২০২৩ সালের হিউম্যান রাইটস ডিফেন্ডার অ্যাওয়ার্ড জয়ী মোহাম্মদ নূর খান (ওরফে লিটন)। পুরস্কার বিজয়ী আরেকজন হলেন ড্রিংকওয়েল নামের একটি কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা মিনহাজ চৌধুরী, যে কোম্পানিটি ২০২২ সালে জলবায়ু সহিষ্ণুতা বা অভিঘাত সহনশীলতা বিভাগে ইউএস সেক্রেটারি অব স্টেটের করপোরেট অ্যাক্সিলেন্স পুরস্কার জিতেছে।