সত্য-সুন্দরের লড়াই: এবার গুগল নাচবে! Bing সার্চে AI জুড়ে বলল মাইক্রোসফট

AI বা কৃত্রিম বুদ্ধিমত্তাই ভবিষ্যত। এমনটাই মনে করছে প্রযুক্তি বিশ্ব। অবশ্য ভবিষ্যত বললে ভুল বলা হবে। বর্তমানেই যথেষ্ট এগিয়ে গিয়েছে AI । ইতিমধ্যেই সার্চ ইঞ্জিনের সঙ্গেও তা সংযুক্ত করে ফেলল মাইক্রোসফট। তাদের Bing সার্চ ইঞ্জিন এবং Edge ব্রাউজারের সঙ্গে AI যুক্ত করল সংস্থা।

এমনিতে OpenAI-এর অংশীদার মাইক্রোসফট। সেখানে বিপুল টাকা বিনিয়োগ করেছে সংস্থা। এই OpenAI-র দখলেই রয়েছে এখনও পর্যন্ত সবচেয়ে নিখুঁত চ্যাটবট ChatGPT । সময়ের সঙ্গে এই জাতীয় AI চ্যাটবটগুলিই সার্চ ইঞ্জিনের স্থান নিয়ে নেবে বলে মনে করা হচ্ছে।

ফলে এখন থেকেই সার্চ ইঞ্জিনের সঙ্গেই সেই AI প্রযুক্তির মেলবন্ধন করতে শুরু করেছে সংস্থাগুলি। এমনিতে Google সার্চ আর ক্রোম ব্রাউজারের দৌলতে খুব একটা সুবিধা করে উঠতে পারেনি মাইক্রোসফটের bing আর Edge । AI-এর মাধ্যমে নতুন করে তারা Google-কে টেক্কা দেওয়ার দৌড় শুরু করতে পারে কিনা, এখন সেটাই দেখার।

গুগল-ও অবশ্য হাত গুটিয়ে বসে নেই। চলতি সপ্তাহেই নতুন AI প্ল্যাটফর্ম Bard-এর ঘোষণা করেছেন CEO সুন্দর পিচাই। মূলত ChatGPT আসার সঙ্গে সঙ্গেই এই AI চ্যাটবট তৈরির বিষয়ে ঝাঁপিয়ে পড়ে গুগল। ইতিমধ্যে Bard প্রাথমিক পরীক্ষকদের জন্য উপলব্ধ। খুব শীঘ্রই তা সবার ব্যবহারের জন্য খুলে দেবে গুগল। সেটা করার পরেও মাইক্রোসফট এগিয়ে থাকতে পারবে কিনা, তা বলা মুশকিল। তবে মাইক্রোসফটের সত্য নাডেলা বলেছেন যে তারা বড় চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন ও নিশ্চিত ভাবেই গুগল সেটাকে মোকাবিলা করবে, কিন্তু তাদের ইশারায় যে গুগলকে নাচতে হল, সেটাতে তিনি খুশি। বর্তমানে সার্চ ট্রাফিকের মাত্র তিন শতাংশই আসে মাইক্রোসফটের কাছে। যদি এক শতাংশ করেও এটা বাড়ানো যায়, অতিরিক্ত দুই বিলিয়ন ডলার লাভ করবে সংস্থা। সার্চে যদিও সম্রাট গুগল, কিন্তু নিজেদের মতো করে সেই একাধিপত্যে ভাগ বসাতে চায় মাইক্রোসফট। 

 

পড়ুন: ChatGPT-কে টেক্কা দিতে নতুন AI চ্যাটবট ‘Bard’ আনল Google! ঘোষণা সুন্দর পিচাইয়ের

মাইক্রোসফট একটি ব্লগ পোস্টে জানিয়েছে, তাদের AI সংযুক্ত ব্রাউজার ও সার্চ ইঞ্জিনের মাধ্যমে নিম্নলিখিত সুবিধাগুলি হবে:

১. আরও ভাল সার্চ: AI থাকার কারণে কোনও ব্যক্তি ঠিক কী খুঁজছেন, তা আরও ভালভাবে চিনতে পারবে সার্চ ইঞ্জিন।

২. সম্পূর্ণ উত্তর: ধরুন আপনি কোনও প্রশ্নের উত্তর জানতে চাইলেন। এখন যেটা হয়, তা হল, আপনি ব্রাউজারে সেই প্রশ্নটি লেখেন। এরপর সার্চ রেজাল্টে বিভিন্ন ওয়েবসাইটের লিঙ্ক পর পর সাজানো থাকে। তাছাড়া মাঝে মাঝে কোনও ওয়েবসাইটের কিছুটা অংশ প্রিভিউ হিসাবে দেখানো হয়। কিন্তু সম্পূর্ণ উত্তর পেতে আপনাকে সেই ওয়েবসাইটে প্রবেশ করতে হয়।

বিং-এর নতুন AI সুবিধার কারণে একেবারে গোটা উত্তরটাই সরাসরি দেখাবে সার্চ ইঞ্জিন। সমগ্র ওয়েব থেকে তথ্য তুলে এনে তা সাজিয়ে একেবারে গোছানো ভাষায় তুলে ধরা হবে। ফলে আপনার সেটা বুঝতে আরও সুবিধা হবে। এরপর আপনার আর কোনও আলাদা ওয়েবসাইটে প্রবেশ না করলেও হবে।

৩. আপনার ভার্চুয়াল চ্যাট পার্টনার: একেবারে চ্যাটে একজন বন্ধুর মতো করেই আলোচনা করতে পারবেন। ঠিক যেন উল্টো দিকে কোন মানুষ বসে বসে উত্তর দিচ্ছেন মনে হবে।

৪. সৃষ্টিশীল কাজে সাহায্য: আপনি চাইলে বিং-কে দিয়েই আপনার ছুটির আবেদনের চিঠি লিখিয়ে নিতে পারবেন। আবার চাইলে আপনার প্রিয় অভিনেতাকে উত্সর্গ করে একটি প্রবন্ধও লিখিয়ে নিতে পারবেন AI-কে দিয়ে। সবচেয়ে বড় কথা হল, যে লেখাই দেওয়া হবে, তার সঙ্গে তলায় সূত্রের লিঙ্কও উল্লেখ করবে Bing।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup