রিক্সায় উঠে হাতে পেয়েছেন সোনার বিস্কুট। জলের দরে সেই সোনার বিস্কুট কেনার প্রস্তাব দিচ্ছেন রিক্সাচালক। এই সুযোগ কেউ ছাড়ে? আর বাড়ি গিয়ে যদি দেখেন সেই সোনার বিস্কুট নকল! এমনই প্রতারণা হয়েছে শিলিগুড়ির বহু বাসিন্দার সঙ্গে। অভিযোগ পেয়ে রাকিবুল শেখ ও আসরাফুল শেখ নামে ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, সম্প্রতি এক ব্যক্তি পানিট্যাঙ্কি ফাঁড়িতে অভিযোগ করেন, সোনার বিস্কুট বিক্রির নামে তাঁর সঙ্গে প্রতারণা করেছেন এক রিক্সাচালক। প্রায় ৪০,০০০ টাকার বিনিময়ে সোনার বিস্কুটটি কিনে বাড়ি নিয়ে গিয়ে দেখেন সেটি ভুয়ো। এর পরই তদন্তে নেমে রাকিবুল ও আসরাফুলকে গ্রেফতার করেন তদন্তকারীরা।
জেরায় ধৃতরা জানিয়েছেন, ধৃতদের কাছে একটি নকল সোনার বিস্কুট ছিল। একজন যখন রিক্সায় যাত্রী নিয়ে কোনও গন্তব্যে রওনা হত তখন সেই খবর ফোনে জানিয়ে দিত আরেকজনকে। দ্বিতীয়জন মাঝপথে ফাঁকা জায়গায় কোথাও একটি ব্যাগে নকল সোনার বিস্কুটটি ভরে ফেলে রাখত। রিক্সা চালক রাস্তার মাঝখানে ব্যাগ দেখে রিক্সা থামিয়ে সোনার বিস্কুট উদ্ধারের নাটক করত। এর পর সে রিক্সার আরোহীকে বলত, অল্প কিছু টাকা দিলে সোনার বিস্কুটটি আরোহীকে দিয়ে দেবে সে। সঙ্গে সোনার বিস্কুট পাওয়ার কথা কাউকে জানাবেও না। এই ফাঁদে পা দিয়ে জলের দরে সোনার বিস্কুট পেতে টাকা দিয়ে দিতেন অনেকেই। তার পর বাড়ি গিয়ে বুঝতে পরাতেন সোনা নকল।
ধৃতদের হেফাজতে নিয়ে পুলিশ জানার চেষ্টা করছে, এভাবে তারা কতজনকে প্রতারণা করেছে। সঙ্গে শিলিগুড়ি শহরের রিক্সাচালকদের ইউনিয়নগুলিকেও এব্যাপারে সতর্ক করা হয়েছে।