<p>Cricket News: স্থানীয় ক্রিকেটে (CAB) শোরগোল। বুধবার মেয়র্স কাপে (Mayor’s Cup) মুখোমুখি হয়েছিল নব নালন্দা উচ্চ বিদ্যালয় (Nava Nalanda High School) ও নোপানি হাইস্কুল (Nopany High School)। ২৮ ওভারে ১০৬৭/৪ তুলে ইনিংস ডিক্লেয়ার করে দেয় নব নালন্দা। জবাবে প্রতিপক্ষ মাত্র ৪ রানে শেষ! জয়ের ব্যবধান ১০৬৩ রানের! নব নালন্দা উচ্চ বিদ্যালয়ের আয়ূষ ঘোষ একাই ৬ উইকেট নিয়েছে। (KKR)</p>