BJP MLA Swapan Majumdar: ‘তৃণমূল নেতাদের জুতো খুলে মারুন’ মন্তব্যে বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক

পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক নেতাদের বক্তব্যে সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি। রাজনীতির ময়দানে বাড়ছে কু-কথার স্রোত। এবার তৃণমূল নেতাদের জুতা মারা নিদান দিয়ে বিতর্কে জড়ালেন বিজেপি বিধায়ক। ‘কোনও তৃণমূল নেতা চোখ রাঙালে এবং যদি তাবেদারি দেখাতে আসে তাহলে তাদের জুতো খুলে মারুন।’ এমনটাই মন্তব্য করলেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বিজেপি বিধায়কের এই ধরনের মন্তব্যের পরেই শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

গতকাল উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার দিঘা এলাকায় আয়োজিত একটি রক্তদান শিবির থেকে এমন মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক। পঞ্চায়েত ভোটের প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, ‘যদি কেউ ভোট লুঠ করতে আসে তাহলে আমাদের বসে থাকলে চলবে না। কেউ ভোট লুট করতে আসলে তাকে বাধা দিতে হবে।’ এরপর জুতো মারার নিদান দেন বিজেপি বিধায়ক। উল্লেখ্য, পঞ্চায়েত ভোট এগিয়ে আসতেই একের পর এক নিদান শোনা যাচ্ছে রাজনৈতিক নেতাদের মুখে। সম্প্রতি, কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভায় বিলকান্দা ২ নম্বরের তৃণমূল অঞ্চল সভাপতি সজল দাস বলেছিলেন, ‘তৃণমূল দল বা মুখ্যমন্ত্রী সম্পর্কে বিরোধীদের কুকথা বলতে শুনলেই তাদের জিভ টেনে ছিঁড়ে ফেলে দেওয়া হবে।’

নিউ বারাকপুরে ওই প্রতিবাদ মিছিলে যোগ দিয়ে সজল দাস বলেছিলেন, ‘তৃণমূল চায় দুর্নীতির সঙ্গে জড়িতরা শাস্তি পাক। দল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে এবং নেবে। কিন্তু, তারপরেই বিজেপির নেতারা মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়র নামে কুমন্তব্য করছে। এরকম মন্তব্য করলে আমি তাদের জিভ টেনে ছিঁড়ে দেব।’ যদিও পালটা বিজেপির দাবি, ভোটের আগে তৃণমূল সন্ত্রাস তৈরি করতে চাইছে।

 

 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup