Calcutta High Court: বিচারপতি মান্থার এজলাস বয়কট অস্বস্তিকর,ফের অবমাননার মামলা হতে পারে, বলল হাইকোর্ট

গত ৯ জানুয়ারি বিচারপতি রাজাশেখর মান্থাকে এজলাসে ঢুকতে না দেওয়ার বিরুদ্ধে আদালত অবমাননার মামলা দায়ের হয়েছে। বুধবার এই মামলার শুনানিতে বিচারপতি মান্থার এজলাসে সরকারি আইনজীবীদের না যাওয়া নিয়ে উদ্বেগ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। শুনানিতে বিচারপতি টিএস শিবগ্নানাম, বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখার্জি ও বিচারপতি চিত্তরঞ্জন দাশের বেঞ্চ এই উদ্বেগ প্রকাশ করে।

মামলায় বিচারপতি শিবগ্নানাম বলেন, ‘কোর্ট ১৩-তে (বিচারপতি মান্থার এজলাস) কোনও সরকারি আইনজীবী যাচ্ছেন না এই ঘটনা যথেষ্ট উদ্বেগের। বিষয়টি আমাকে ব্যক্তিগত ভাবে অস্বস্তির মধ্যে রখেছে। বিষয়টি খুব, খুব, খুব, খুব খারাপ। আপনার কী কোর্ট ১৬-কেও (বিচারপতির নিজের এজলাস) অন্তর্ভুক্ত করবেন?’

এর পর বিচারপতি বলেন, যাঁরা মামলায় সরকারি কৌসুলির প্রতিনিধিত্ব আশা করেন, এর ফলে তাঁরা নিরাপরাধ হওয়া স্বত্বেও বিচার পাচ্ছেন না। তাঁর কথায় পুরো পরিস্থিতিটি যে দিকে যাচ্ছে তাতে আরও একটি আদালত অবমাননার মামলা হবে।

বর্তমান আদালত অবমাননার মামলাটি শুরু হয়েছিল, তৃণমূলের আইনি সেলের বিক্ষোভের জেরে। আইনজীবীরা বিচারপতি রাজাশেখর মান্থার এজলাসে প্রবেশে বাধা দেয় বলে অভিযোগ। বিরোধী দলনেতা শুভেন্দু আধিকারীকে ‘রক্ষাকবচ’ দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন আইনজীবীরা। বিচারপতি মান্থা নির্দেশ দেন, আদালতের অনুমতি ছাড়া বিরোধী দলনেতার বিরুদ্ধে কোনও মামলা করা যাবে না।