জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অসহায় তুরস্কের (Turkey) পাশে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristinao Ronaldo)। তাঁর সই করা জার্সি নিলামে তোলা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ তুরস্কের (Turkey Earthquake 2023) আর্ত মানুষের ত্রাণকার্যে লাগানো হবে। এমনটাই জানিয়েছেন তুরস্কের ফুটবলার মেরিহ ডেমিরাল। টুইটারে ডেমিরাল লিখেছেন, ‘আমার সঙ্গে ক্রিশ্চিয়ানোর কথা হয়েছে। তুরস্কের দুরবস্থার কথা শুনে রোনাল্ডো খুবই ভেঙে পড়েছে। আমার কাছে রোনাল্ডোর সই করা একটা জার্সি রয়েছে। সেই জার্সি নিলামে বিক্রি করা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ ভূমিকম্প পীড়িত অঞ্চলের আর্ত মানুষের ত্রাণকার্যে ব্যবহার করা হবে।”
সোমবার ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্ক। সরকাঋ হিসেব অনুযায়ী ইতিমধ্যেই আট হাজারের বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। প্রবল কম্পনে তছনছ হয়ে গিয়েছে তুরস্ক। খবর এসেছে, ভূমিকম্পের তাণ্ডবলীলায় প্রাণ হারিয়েছেন এক গোলকিপার। ঘানার জাতীয় দলের ফুটবলার ক্রিশ্চিয়ান আতসু ধ্বংসস্তূপের নীচে নিখোঁজ ছিলেন। তাঁকে অবশ্য উদ্ধার করা হয়েছে। তুরস্কের জন্য ত্রাণ পাঠিয়েছে ভারত-সহ বিভিন্ন দেশ। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান তিন মাসের জরুরি অবস্থা জারি করেছেন। এরকম পরিস্থিতিতে রোনাল্ডো সাহায্যের কথা জানিয়েছেন।
— Merih Demiral (@Merihdemiral) February 7, 2023
আরও পড়ুন: Christian Atsu, Turkey Earthquake 2023: ধ্বংসস্তূপে আটকে থাকলেও বেঁচে ফিরলেন আতসু, হাসপাতালে চলছে চিকিৎসা
আরও পড়ুন: Rohit Sharma, Border Gavaskar Trophy 2023: পিচ বিতর্ক নিয়ে অজি মিডিয়াকে খোঁচা দিয়ে, প্রথম এগারো নিয়ে মুখ খুললেন রোহিত
গত ৩৬ ঘণ্টায় একাধিক বার ভূমিকম্প হয়েছে তুরস্কে। সেই দেশের হাতাই প্রদেশের বিমানবন্দরে বিপর্যয়ের ছবি প্রকাশ্যে এসেছে। একটি ভিডিয়োতে দেখা গিয়েছে, ভূমিকম্পের চাপে আড়াআড়ি ভাবে ওই বিমানবন্দরের রানওয়েতে ফাটল ধরেছে। সরকারি হিসাব অনুযায়ী, এখনও পর্যন্ত সোমবারের ভূমিকম্পের জেরে প্রায় ৪০০০ হাজারেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল মাটি থেকে প্রায় ২ কিলোমিটার গভীরে। সোমবার স্থানীয় সময় অনুযায়ী ভোরে ৪টে নাগাদ কেঁপে ওঠে তুরস্ক এবং সিরিয়ার বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে সেই কম্পনের মাত্রা ছিল ৭.৮। কম্পনের উৎসস্থল ছিল দক্ষিণ তুরস্ক।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)