এখন জগদীপ ধনখড় পর্ব বাংলায় অতীত। আজ, বুধবার রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে বিধানসভার বাজেট অধিবেশন। বিধানসভায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ দুপুর ২টো থেকে রাজ্যপালের ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে। এই নিয়ে তৃতীয়বার বিধানসভায় আসবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। রাজ্যপালের ভাষণের সময় কোনওরকম হই–হট্টগোল করা যাবে না বলে তৃণমূল কংগ্রেসের বিধায়কদের নির্দেশ দেওয়া হয়েছে। তবে রাজ্যপালের বিরুদ্ধে ইতিমধ্যেই সরব হয়েছে বিরোধী দল বিজেপি। আজ তাঁদের ভূমিকা কী হবে সেটা স্থির করতে দুপুর ১টায় বিধানসভায় বৈঠকে বসতে চলেছে বিজেপির পরিষদীয় দল।
এদিকে রাজ্যপালের ভাষণ সম্প্রচার করা হবে পশ্চিমবঙ্গ বিধানসভা থেকে। সে কথা বিধানসভার সচিবালয় থেকে জানিয়ে দেওয়া হয়েছে। বক্তৃতার সম্প্রচার করা হবে সরকারি উদ্যোগেই। বিধানসভার প্রেস কর্নার থেকে রাজ্যপালের বক্তৃতার লাইভ ফিড দেওয়া হবে বৈদ্যুতিন সংবাদমাধ্যমগুলিকে। রাজ্যপালের ভাষণ সরাসরি সম্প্রচার করা হবে টেলিভিশনে। রাজভবন–নবান্ন সংঘাতের জেরে তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়ের বক্তৃতার সম্প্রচার করা হয়নি।
অন্যদিকে এই ঘটনা নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। আর স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, ‘রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের একটা সুসম্পর্ক থাকা বাঞ্ছনীয়। বিধানসভা ও রাজ্যপাল কোনও সংঘাতপূর্ণ পদ নয়। সুসম্পর্ক বজায় রেখে চললে কাজ করতেও সুবিধা হবে। তাতে রাজ্যপালও শান্তিতে থাকতে পারেন। রাজ্য সরকারও নিজের কাজকর্ম করতে পারে। যিনি রাজ্যপাল এসেছেন, তাঁর দৃষ্টিভঙ্গি অত্যন্ত স্বচ্ছ। রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করেই তিনি চলতে চান।’ তবে আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সম্পর্কে বলেছিলেন, ‘তিনি একজন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। তিনি প্রকৃত ভদ্রলোক।’
তবে রাজ্যপালের ভাষণ সম্প্রচার করাই রীতি। কিন্তু জগদীপ ধনখড় জমানায় তা থমকে যায়। বিধানসভায় গেটে ইতিমধ্যেই মোতায়েন রয়েছেন নিরাপত্তারক্ষীরা। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে বিধানসভার অধিবেশন। এদিন রাজ্যপালের ভাষণের দিকে নজর থাকবে বিরোধীদেরও। রাজ্য সরকার এবং বিধানসভার স্পিকারের সঙ্গে সম্পর্কের অবনতির জেরে কখনওই রাজ্যপাল জগদীপ ধনখড়ের ভাষণ বিধানসভা থেকে সম্প্রচার করার অনুমতি দেওয়া হয়নি। আজ, বুধবার রাজ্যপালের বক্তৃতার সম্প্রচারের অনুমতি দিয়েছে বিধানসভার সচিবালয়। আর বিবাদ না থাকায় বিধানসভায় ফিরছে সম্প্রচার রীতি।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup