Fire in Flight: বিমানের ভিতর রাখা ল্যাপটপ থেকে অগ্নিকাণ্ড! অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ৪

এবার বিমানের ভিতর আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়া ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানে। সিএনএনএর একটি খবর অনুযায়ী, স্যান ডিয়েগো থেকে নিউ ইয়র্ক যাচ্ছিল একটি বিমান। বিমান উত্তরণের পরই মাঝ আকাশে চলন্ত বিমানের ভিতর ক্যাবিনে রাখা ল্যাপটপ থেকে আগুন ছড়ায় বলে জানা যায়। এই ঘটনায় আহত হন ৪ জন।

গত ৭ ফেব্রুয়ারি ইউনাইটেড এয়ারলাইন্সের বিমানে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ফ্লাইট ২৬৬৪ উড়ে যাওয়ার খানিকবাদেই মাঝ আকাশে বিমানের ভিতর অগ্নিকাণ্ড ঘটে। শেষে নিরাপদে সেই বিমান ফের স্যান ডিয়েগো ফিরে আসে। বিমান সংস্থার তরফে জানানো হয়েছে, ঘটনার সঙ্গে সঙ্গেই যে ল্যাপটপ থেকে আগুন ছড়িয়েছে, তা বাজেয়াপ্ত করা হয়। ছুটে আসে মেডিক্যাল টিম। সংস্থা বলছে, তাদের ক্রিউ সদস্যদের তৎপরতায় এই অগ্নিকাণ্ড বড় আকার নিতে পারেনি। তার জন্য তারা ক্রিউ সদস্যদের ধন্যবাদ জানায়। এদিকে আমেরিকার ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন এই ঘটনা নিশ্চিত করেছে। এদিকে, ঘটনায় আহত ৪ জনকে তখনই বিমানবন্দরে বিমান অবতরণের পর নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে। ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানিয়েছে,  ল্যাপটপ থেকে ওই অগ্নিকাণ্ড ঘটে গিয়েছে। জানানো হয়েছে, ঘটনায় যে ব্যক্তিরা আহত হয়েছেন তাঁরা সকলেই ক্রিউ সদস্য। (‘হার্ভার্ডে গবেষণা হোক কংগ্রেসের উত্থান ও পতন… ‘, নিশানায় রাহুল, ইয়র্কার মোদীর)

এর আগে, ২০১৭ সালে ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন জানান দেয় যে, ল্যাপটপ ও বিভিন্ন ডিভাইসের লিথিয়াম ব্যাটারি থেকে অগ্নিসংযোগ হতে পারে। ফলে চেকড ইন ব্যাগেজে কোনও মতেই এই বৈদ্যুতিন ডিভাইসগুলি রাখতে নিষেধ করেছে সংস্থা। এগুলিকে কেবিন ব্যাগেজের অংশ হিসাবে রাখতে হবে। এছাড়াও নির্দেশে বলা হয়েছে, যদি কোনও কারণে অগ্নিসংযোগ হয়ও, তাহলে কেবিন ক্রিউদের সতর্ক থাকতে হবে। নিতে হবে যোগ্য ব্যবস্থা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup