লোকসভায় কড়া ভাষায় কেন্দ্রকে আক্রমণ শানানোর জন্য পরিচিত মহুয়া মৈত্র ফের একবার জড়ালেন বিতর্কে। এবার তাঁর বিরুদ্ধে সংসদের অধিবেশন চলাকালীন অসংসদীয় শব্দ ব্যবহারের অভিযোগ উঠেছে। উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই ‘আদানি’ ইস্যুতে বারংবার মুলতুবি হয়েছে সংসদ অধিবেশন। মঙ্গলবারও এই ইস্যুতে ঝড়ের সাক্ষী থাকে সংসদ। তবে অন্য একটি ইস্যু নিয়ে বলতে গিয়ে অসংসদীয় ভাষার প্রয়োগ করে বিতর্কে জড়ান কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ। জানা গিয়েছে, মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাবের উপর লোকসভায় বক্তব্য চলাকালীন এই অসংসদীয় শব্দের প্রয়োগ করেন তৃণমূল সাংসদ।
মহুয়ার বক্তব্যের যে ভিডিয়ো সামনে এসেছে তাতে তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘আমি খুব ভারী মন নিয়ে আজকে বলতে বাধ্য হচ্ছি, লোকসভা শুধু একটা হল নয়, তার থেকেও বেশি কিছু। তবে এখন এই লোকসভাতেই আমরা যা বলতে পারি, তার থেকে নিষিদ্ধ বিষয়ের সংখ্যা বেশি। বিজেপি সাংসদরা বরাবর আমার কথায় বাধা দেন। প্রশ্ন তোলা হয় মহুয়ার পিছনে কারা রয়েছেন, কিন্তু সত্যি কথা হল মহুয়ার পিছনে কেউ নেই, মহুয়া আছে সত্যের সঙ্গে। দেশের স্বার্থে আমি আমার কাজ করে যাব।’ নিজের বক্তব্য শেষে তাঁর আসনে বসেও পড়েন মহুয়া মৈত্র। এরপর বলতে ওঠেন টিডিপি সাংসদ কে রাম মোহন নাইডু। সেই সময়ই নাকি বিজেপি সাংসদ রমেশ ভিদুরিকে উদ্দেশ্য করে অসংসদীয় ভাষার প্রয়োগ করেন তৃণমূল সাংসদ।
উল্লেখ্য, সেই সময় স্পিকার ওম বিড়লার অনুপস্থিতিতে লোকসভা সামলাচ্ছিলেন বিজেপি সাংসদ বিজেডি সাংসদ ভারত্রুহারি মেহতাব। ভিডিয়োতে দেখা গিয়েছে, টিডিপি সাংসদ যখন বক্তব্য রাখতে ওঠেন, তখন নিজের আসনে বসেই আক্রমণাত্মক ভঙ্গিতে বিজেপি’র বেঞ্চের দিকে তাকিয়ে কিছু বলছেন মহুয়া মৈত্র। তৃণমূল সাংসদের মুখে শোনা যায় ওই অসংসদীয় শব্দটি। হইচই শুরু হয়ে যায় লোকসভায়। এদিকে মহুয়ার মাইক তখনও বন্ধ হয়নি। এর জেরে তাঁর সেই কথা সম্প্রচারিত হয়ে যায়। পরে অবশ্য স্পিকারের আসনে থাকা ভারত্রুহারি মেহতাব জানান, অসংসদীয় শব্দ প্রয়োগ করেছেন মহুয়া, তা রেকর্ড থেকে বাদ দেওয়া হবে। সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ জোশীকে তিনি অনুরোধ করেন এই বিষয়ে তৃণমূলের সঙ্গে কথা বলতে। প্রহ্লাদ জোশী পরে জানান, তিনি তৃণমূলের লোকসভার নেতৃত্বের সঙ্গে কথা বলবেন ও মহুয়াকে ক্ষমা চাইতে বলবেন।