সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেটাকে পাখির চোখ করে জেলা সফরে বহুদিন আগে থেকেই বেরিয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নদিয়া, বীরভূম, মালদা, আলিপুরদুয়ার থেকে বর্ধমান চষে বেড়াচ্ছেন তিনি। সরকারি প্রকল্প সবাই পেয়েছে কিনা খোঁজ নিচ্ছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। এবার জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনদিনের এই সফরে একাধিক কর্মসূচি রয়েছে তাঁর। সেখানে গিয়ে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী সেটা দেখার বিষয়।
কবে জঙ্গলমহল সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী? সূত্রের খবর, আগামী ১৫ ফেব্রুয়ারি পুরুলিয়া যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে প্রশাসনিক সভা করার কথা রয়েছে। আগামীকাল ৯ ফেব্রুয়ারি হাওড়ার পাঁচলায় সভা করবেন তিনি। তার এক সপ্তাহের মাথায় তিনি যাবেন জঙ্গলমহল সফরে। কিছুদিন আগেও তিনি জঙ্গলমহল সফরে গিয়েছিলেন। তখন যে কাজ তিনি দিয়ে এসেছিলেন এবার সেই হোমওয়ার্ক স্বয়ং দেখবেন মুখ্যমন্ত্রী।
আর কী জানা যাচ্ছে? আগামী ১৫ ফেব্রুয়ারি দুপুরে জামশেদপুর থেকে রাঁচি হয়ে হেলিকপ্টারে পুরুলিয়ায় যাবেন মুখ্যমন্ত্রী। সেদিন পুরুলিয়ার সার্কিট হাউসে রাতে থাকবেন তিনি। ১৬ ফেব্রুয়ারি পশ্চিম মেদিনীপুর কলেজের মাঠে প্রশাসনিক জনসভা করার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের। পুরুলিয়ার শিমুলিয়া ব্যাটারি গ্রাউন্ডেও প্রশাসনিক জনসভা করার কথা মুখ্যমন্ত্রীর। রাতে পুরুলিয়ায় থেকে ১৭ ফেব্রুয়ারি হেলিকপ্টারে পুরুলিয়া থেকে বাঁকুড়ায় রওনা হবেন মুখ্যমন্ত্রী। বাঁকুড়াতেও প্রশাসনিক জনসভা রয়েছে তাঁর।
কেন এই ঝটিকা সফর? ঝাড়গ্রাম, বাঁকুড়া এবং পুরুলিয়াতে সভা করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে সেই সভা হবে সরকারি। সরকারি প্রকল্পের পরিষেবা প্রদান মঞ্চে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে ১৩ ফেব্রুয়ারি বিধানসভায় ‘বঙ্গভঙ্গ বিরোধী’ প্রস্তাব পাশ করা হবে। অন্যদিকে সাঁওতালদের সারি ও কুড়মিদের সারনা ধর্মকে মান্যতা দিতে বিধানসভায় একটি প্রস্তাব আনতে চলেছে রাজ্য সরকার। এই দুটি কাজ করার পর ফেব্রুয়ারি মাসেই ভূমিপুত্র–কন্যা অধ্যুষিত জঙ্গলমহলে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। জানাবেন তিনি যে প্রতিশ্রুতি দেন সেটা রক্ষাও করেন।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup