PM Modi on his popularity: ‘কাগজের হেডলাইন, TV-র মুখ দেখে মোদীর উপর আস্থা তৈরি হয়নি’, বিরোধীদের পড়ালেন পাঠ

আগামী বছর লোকসভা ভোটের আগে ‘ব্র্যান্ড মোদীর’ উপর জোর দিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। বিরোধীদের তুমুল কটাক্ষ করে লোকসভায় মোদী দাবি করেন, সংবাদপত্রের শিরোনাম, টিভিতে দেখানো মুখের কারণে মোদীর উপর দেশবাসীর আস্থা গড়ে ওঠেনি। সেই আস্থা গড়ে উঠেছে মোদী সরকারের একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের কারণে।

বুধবার লোকসভায় মোদী বলেন, ‘সংবাদপত্রের শিরোনাম থেকে মোদীর উপর আস্থা তৈরি হয়নি, টিভিতে জ্বলজ্বল করা মুখ থেকে মোদীর উপর এই আস্থা তৈরি হয়নি। জীবন উৎসর্গ করে দিয়েছি। প্রতিটি মুহূর্ত উৎসর্গ করে দিয়েছি। দেশের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছি। দেশের উজ্জ্বল ভবিষ্যতের জন্য জীবন উৎসর্গ করে দিয়েছি।’

প্রধানমন্ত্রীর বাক্য সম্পূর্ণ হতে না হতেই লোকসভায় ‘মোদী’ ‘মোদী’ স্লোগান ওঠে। বিজেপি সাংসদদের সমবেত স্লোগানে গমগম করতে থাকে সংসদের নিম্নকক্ষ। তারইমধ্যে খোঁচার সুরে মোদী বলতে থাকেন, কী কারণে দেশের মানুষ তাঁর উপর এত ভরসা করেন, তা বিরোধীদের ধর্তব্যের বাইরে। তারপর নিজেই দেশের মানুষের আস্থা অর্জনের কারণ ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী মোদী। যিনি টানা নয় বছর প্রধানমন্ত্রীর কুর্সিতে আছেন।

মোদী বলেন, ‘কেন মোদীর উপর দেশবাসীর ভরসা আছে, তা তাঁদের (বিরোধীদের)  ভাবনাচিন্তার বাইরে। ভাবনাচিন্তার অনেক বাইরে। আমার দেশের যে ৮০ কোটি মানুষ বিনামূল্যে রেশন পান, তাঁরা কি এই মিথ্যা অভিযোগ করা লোকেদের উপর ভরসা করবেন? এক দেশ, এক রেশন কার্ডের মাধ্যমে দেশের যে কোনও প্রান্তে যাঁরা বিনামূল্যে রেশন পেয়ে যান, তাঁরা কীভাবে এই মিথ্যুকদের উপর ভরসা করবেন?’ 

আরও পড়ুন: Narendra Modi slams Rahul Gandhi: ‘কাল রাতে তাঁর এত ভালো ঘুম হয়েছে যে আজকে উঠতেই পারেননি’, রাহুলকে খোঁচা মোদীর

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধির আওতায় যে ১১ কোটি কৃষক টাকা পান, তাঁরা কীভাবে এই মিথ্যে অভিযোগ এবং গালিগালাজের উপর ভরসা করবেন। যাঁরা কাল ফুটপাতে থাকতে বাধ্য হতেন, যাঁরা ঝুপড়িতে থাকতে বাধ্য হতেন, সেরকম তিন কোটির বেশি মানুষ পাকা ঘর পেয়েছেন। তাঁরা কীভাবে আপনাদের এই গালিগালাজ এবং মিথ্যে কথার উপর বিশ্বাস করবেন? নয় কোটি মানুষ বিনামূল্যে (এলপিজি) গ্যাসের সংযোগ পেয়েছেন। তাঁরা কীভাবে আপনাদের উপর ভরসা করবেন?’ তিনি আরও বলেন, ‘বিপদের সময় মোদীকে পাশে পেয়েছেন তাঁরা।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)