বাংলা নিউজ > টুকিটাকি > Propose day 2023: অপছন্দের ব্যক্তিও তো ‘আই লাভ ইউ’ বলতে পারেন, জেনে নিন পাশ কাটানোর কায়দা
Updated: 08 Feb 2023, 09:30 AM IST
Sanket Dhar
Propose day 2023 how to reject a proposal from unwanted person: প্রোপোজ ডে-তে অপছন্দের মানুষও তো প্রোপোজ করতে পারে। এমনভাবে এড়িয়ে যান যাতে কোন খারাপ লাগা না তৈরি হয়। রইল সহজ কিছু উপায়।
1/6 কাকে কার ভালো লেগে যায় তা আগে থেকে বলা যায় না। এমন হতেই পারে সম্পূর্ণ অনাকাঙ্খিত কেউ প্রোপোজ করে বসল প্রোপোজ ডে-এর দিন। তাই কেউ প্রোপোজ করলে এড়ানোর উপায়ও জানা জরুরি। (Freepik)
2/6 ডেটের মাধ্যমে অল্প পরিচিত কেউ প্রোপোজ করলে তাঁকে ভালোভাবেই বলুন, যে আপনি এখনই তার প্রতি কোনও বিশেষ ভালোলাগা অনুভব করছেন না। তবে তাঁর প্রস্তাব আপনি গ্রহণের জন্য সময় চান। এতে সম্পর্ক তিক্ত হবে না। আবার আপনাকে সম্মতি জানাতেও হল না। (Freepik)
3/6 অনাকাঙ্খিত কেউ প্রোপোজ করে বসলে তাকে কাজের ব্যস্ততা দেখিয়ে এড়িয়ে যেতে পারেন। পাশাপাশি জানাতে পারেন আপনি এখনই কোনও সম্পর্কে জড়িয়ে পড়তে ইচ্ছুক নন। (Freepik)
4/6 অনাকাঙ্খিত কোন প্রোপোজের উত্তরে তাঁকে জানাতে পারেন আপনার একজনকে ভালো লাগে। তার সঙ্গেই এখন সম্পর্কে আছে। এতে সরাসরি ‘না’ বলে তাকে আঘাত দিতেও লাগে না। অন্যদিকে আপনার প্রত্যাখ্যানও ঠিক থাকে। (Freepik)
5/6 প্রিয় কোনও মানুষ যদি ভালোবাসার প্রস্তাব দেন, তাঁকে সরাসরি প্রত্যাখ্যান না করে মেসেজে পরে বলা যেতে পারে। সামনাসামনি হাসিমুখে কথা ঘুরিয়ে কাটিয়ে দিতে পারেন। (Freepik)
6/6 অনেকে কোনওরকম সম্পর্কে যেতে চান না। তাই প্রোপোজের উত্তরে সে কথাই জানানো যেতে পারে। সহজভাবে হাসিমুখে প্রোপোজকে প্রত্যাখ্যান করলে তারও মনখারাপ হয় না। আপনাকেও কোনও অপরাধবোধে ভুগতে হবে না। (Freepik)
পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে
অন্য গ্যালারিগুলি