Updated: 08 Feb 2023, 07:30 AM IST
Sanket Dhar
Propose day 2023 how to propose in best way to impress partner: শুধু প্রোপোজ করলেই হয় না। জানতে হয় প্রোপোজ করার কায়দাও। প্রোপোজ করার কায়দা অভিনব হলে প্রেমিকা ‘হ্যাঁ’ বলতে বাধ্য হয়। রইল কিছু অভিনব প্রোপোজের উপায়।
1/6 লাভ লেটার: একটু পুরনো দিনের রেওয়াজ মনে হচ্ছে তো? কিন্তু এখনও লিখেই মনের কথা যেন সবচেয়ে গুছিয়ে বলা যায়। মুখে বলতে গেলে যা আটকায়, চিঠিতে সেই লজ্জা কাটানো যায় সহজেই। তাই প্রেমিকার জন্য একটি লাভ লেটার লিখেই ফেলুন এই দিন। (Freepik)
2/6 সাজিয়ে দিন স্মৃতি: প্রেমের সম্পর্কে অনেক স্মৃতিই তৈরি হয় মনে। এই দিন সেই স্মৃতির জিনিসগুলিই উপহার দেওয়া যেতে পারে প্রেমিকাকে। এতে আরও সুন্দর হয়ে উঠবে প্রেমের প্রস্তাব। (Freepik)
3/6 রোম্যান্টিক প্রোপোজ : প্রত্যেক মেয়েই চায় তাঁর সঙ্গী তাঁকে রোম্যান্টিকভাবে প্রোপোজ করুক। তাই বদল আনতে হবে ভালোবাসা নিবেদনের কায়দাতেও। ফুলের তোড়া নিয়ে আই লাভ ইউ বলার বদলে একটি রোম্যান্টিক কবিতা শোনাতে পারেন তাকে। অথবা প্রিয় প্রেমের গানটিও শোনানো যায় তাঁকে। (Freepik)
4/6 ডেস্টিনেশন প্রোপোজ : কোথাও গিয়ে প্রোপোজ করার চলটা অনেকদিনের। প্রোপোজ ডে-তেও তাই করতে পারেন। প্রেমিকার প্রিয় এমন জায়গায় তাকে নিয়ে যান। সেখানে গিয়েই প্রোপোজ করুন ভালোবাসার মানুষটিকে। (Freepik)
5/6 লাঞ্চ বা ডিনার প্রোপোজ: এই দিন লাঞ্চ বা ডিনারে তাঁকে নিয়ে যেতে পারেন। সেখানে তাঁর পছন্দের ডিশ অর্ডার করুন। এরপর খাবার বা স্যালাড দিয়েই তার জন্য আই লাভ ইউ লিখে জানাতে পারেন মনের কথা। (Freepik)
6/6 ফোনেই প্রোপোজ: অনেক দূরে রয়েছেন দুজনেই। তাতেও সমস্যা নেই। অনলাইনে ভিডিয়ো কল করেই প্রোপোজ করুন তাঁকে। সঙ্গে উপহার পাঠালে ভালো হয়। অনলাইনেই বুক করে দিন প্রেয়সীর পছন্দের উপহার। (Freepik)
পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে