বাংলা নিউজ > টুকিটাকি > Propose day 2023: খুব লজ্জা পান, অথচ মনের কথা জানাতে চান, রইল প্রোপোজ করার দুর্দান্ত টিপস
Updated: 08 Feb 2023, 12:30 PM IST
Sanket Dhar
Propose day 2023 how to propose partner when you are introvert: চাপা স্বভাব হলে সহজে সব কথা মুখে বলা যায় না। অথচ তাঁকে মনের কথা না বললেও নয়। কীভাবে প্রোপোজ করবেন তাঁকে, রইল দুর্দান্ত কিছু টিপস।
1/6 মুখচোরা বা চাপা মনের মানুষ হলে অনেক কথাই মুখে আসে না। বলতে ইচ্ছে করলেও যেন বলা হয় না। এদিকে প্রোপোজ ডে-এর দিন ভালো লাগার মানুষকে মনের কথা জানাতেও ইচ্ছে করে ভীষণ। কীভাবে বলবেন সে কথা, তারই হদিশ রইল এখানে। (Freepik)
2/6 একটু ঘুরিয়ে বলুন: দুজনে মিলে মাততে পারেন এই দিন কোথাও ঘুরতে যেতে পারেন। যেখানে সেও সহজে যেতে রাজি হবে। সেখানে গিয়ে তাকে একটি ছেলে ও মেয়ের গল্প বলুন। ছেলেটি আপনি। জানান, ছেলেটি কত ভালোবাসে মেয়েটিকে। (Freepik)
3/6 চিঠি লিখুন: মনের কথা মুখে বলতে বড্ড দ্বিধা কাজ করছে? একটি সুন্দর চিঠি লিখে মনের কথা জানান তাঁকে। তারপর তার ব্যাগে তার অজান্তেই রেখে দিন। সে আপনার মনের কথা পড়ে খুশিই হবে। (Freepik)
4/6 কারও সাহায্যে দুজনে এগিয়ে যান: এই দিনটি কোনও সুবিধাবঞ্চিত শিশুর পাশে গিয়ে দাঁড়াতে পারেন। সেও থাকুক সঙ্গে। অন্যের পাশে দাঁড়ানোর এই সদিচ্ছাই দুজনকে এক করবে। শিশুকে দেওয়া উপহারে দুজনের নাম একসঙ্গে থাকুক। (Freepik)
5/6 লাঞ্চ বা ডিনারে যান: লাঞ্চ বা ডিনারে যান ওকে নিয়ে। সেখানে গিয়েই মনের কথা জানান ভালোবাসার মানুষকে। মুখে না বললেও হবে। লিখে দিন ন্যাপকিনে। সঙ্গে থাক একটি ভালোবাসার ফুল। (Freepik)
6/6 গানের গুণগুণ সুরে জানান: গানে গানে অনেক কথাই জানানো যায়। প্রিয় প্রেমের গানটি তার সঙ্গে হাঁটতে হাঁটতেই গুণগুণ করুন। সে বুঝে নেবে আপনার মনের কথা। (Freepik)
পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে
অন্য গ্যালারিগুলি