পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের মহিলা কাউন্সিলের উপর হামলার অভিযোগ উঠল। তিনজন মিলে ওই মহিলা কাউন্সিলরের উপর হামলা চালিয়েছে বলে অভিযোগ। ঘটনায় এক তরুণী-সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উত্তর ২৪ পরগনার ইছাপুরে। আক্রান্ত মহিলা উত্তর বারাকপুর পুরসভার কাউন্সিলর। এই ঘটনায় গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ তুলেছে বিজেপি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্ত কাউন্সিলর তৃণমূলের কর্মসূচি সেরে সোমবার রাতে স্বামীর বাইকে চড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময় ইছাপুরের ২০ নম্বর রেল গেটে প্রথমে একটি বাইক থেকে তাঁকে কটুক্তি করা হয়। এই দুপক্ষের মধ্যে বচসা বাঁধে। পরে বাইক থামিয়ে এক তরুণী এবং ২ যুবক তাঁকে এবং তাঁর স্বামীকে মারধর করে বলে অভিযোগ। যদিও ঘটনার পর অভিযুক্তদের ধরে ফেলেন স্থানীয়রা। পরে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় ৩ জনের বিরুদ্ধে থানায় মারধরের অভিযোগ দায়ের করেন তৃণমূল কাউন্সিলর।
এই ঘটনা প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ করেছে বিজেপি। নোয়াপাড়া বিজেপির মণ্ডল সভাপতি উজ্জ্বল সেন একে গোষ্ঠীদ্বন্দ্ব বলে দাবি করেছেন। তিনি বলেন, ‘এই ঘটনা নতুন কিছু নয়, তৃণমূলে গোষ্ঠীদ্বন্দ্ব লেগেই থাকে।’ পালটা দমদম-বারাকপুরের সাংগঠনিক জেলার তৃণমূল সভাপতি গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ নাকচ করেছেন। তিনি বলেন, ‘ওরা সবকিছুতেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব দেখতে পায়। প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার জন্য বলব।’ প্রাথমিকভাবে পুলিশের অনুমান, গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসার জেরে এই ঘটনা ঘটেছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup