Viral Video: মেয়েকে ভরসা দিতে নাচলেন বাবাও! ভাইরাল ভিডিয়ো দেখে মুগ্ধ নেটপাড়া

কথাতেই বলে বাবা মেয়ের সম্পর্কের থেকে ভালো কোনও সম্পর্কই হয় না। বাবারা যেমন তাঁর সন্তানকে আগলে রাখেন, সমস্ত বিপদের হাত থেকে তাকে বাঁচাতে রক্ষাকবচ হয়ে দাঁড়ান, তেমনই মেয়েদের ভালো কিছু দেখলে সব থেকে বেশি প্রশংসা বাবারাই করে। উৎসাহ দেওয়া হোক বা জীবনের প্রতিটা পদে সাহায্য করা বাবা ছাড়া সেই কাজ আর কেই বা করতে পারে!

সোশ্যাল মিডিয়ায় আরও একবার তেমনই একটি মর্মস্পর্শী ভিডিয়ো ভাইরাল হল। সেখানে দেখা যাচ্ছে ছোট্ট একটি মেয়ে স্টেজে নাচছে, তাঁর বাবাও স্টেজের সামনে বসে তাঁকে সঙ্গত দিচ্ছেন। না, সঙ্গত নয়, তাঁকে মনে করিয়ে দিচ্ছেন পরের স্টেপ। এর অর্থ হল শিশুটির বাবার নাচটি পুরো মুখস্থ। মেয়ে যাতে স্টেজে উঠে ভয় পেয়ে না যায়, তাই তিনি নিজে সামনে বসে সেই নাচ করছেন। নেটিজেনদের মন কেড়েছে এই মিষ্টি ভিডিয়োটি।

দীপাংশু কাবরা নামক এক ব্যক্তি যিনি কিনা পেশায় পুলিশ অফিসার, তিনি টুইটারে এই ২৪ সেকেন্ডের ভিডিয়োটি পোস্ট করেছেন। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘বছরের সেরা বাবার পুরস্কার যিনি পাচ্ছেন….’

এই মিষ্টি ভিডিয়োতে ভদ্রলোককে হাঁটু মুড়ে স্টেজের সামনে অন্যান্য শিশুদের সঙ্গে বসে থাকতে দেখা যাচ্ছে। তাঁর মেয়ে তখন স্টেজে স্কুলের বার্ষিক অনুষ্ঠানে দালের মেহেন্দির তুনাক তুনাক গানে নাচছে। যাতে ঘাবড়ে গিয়ে, ভয় পেয়ে সেই এক রত্তি নাচের স্টেপ না ভুলে যায় তাই সামনে থেকেই তার বাবা তাকে ভরসা জোগাতে থাকে। মেয়ের সঙ্গে পাল্লা দিয়ে তিনিও নাচতে থাকেন।

এই কপি লেখার সময় ভিডিয়োটির ভিউজ ৪ লাখ ৫২ হাজার ছাড়িয়ে গেছে। ৯,৫০০ -এর বেশি লাইক পেয়েছে। রিটুইট করা হয়েছে ৭৯৩ বার।

এক ব্যক্তি এই পোস্টের কমেন্টে লেখেন, ‘একজন মেয়ের কাছে তার বাবার থেকে বড় অনুপ্রেরণা আর কেউ হতে পারেন না। বাবার মতো কেউ হন না। আমার বাবা তো আমার সামান্য প্রাপ্তিতেই ভীষণ খুশি হয়ে যেতেন। বাবা ১৬ বছর আগে চলে গেছেন। কিন্তু জানি যেখানে আছেন, আজও আমায় দেখছেন।’

এই ভিডিয়ো দেখে অনেকেই যে তাঁর মতো স্মৃতির অতলে ডুব দিয়েছেন সেটা স্পষ্ট। আসলে এমন ভিডিয়ো দেখলে ‘চোখে জল ঠোঁটে হাসি’ তো আসবেই।