West Bengal Budget 2023: মতপার্থক্য থাকলেও ধানখড়ের বিরুদ্ধে এমন বিক্ষোভ দেখায়নি তারা, মনে করালো তৃণমূল

বিজেপির তীব্র প্রতিবাদ বিক্ষোভের মাঝেই বাজেট অধিবেশনের সূচনা ভাষণ পড়লেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। বেশ খানিক ক্ষণ বিধানসভা কক্ষের মধ্যে বিক্ষোভ দেখানোর পর কক্ষ ত্যাগ করে বিজেপি বিধায়করা বাইরে বিক্ষোভ দেখাতে থাকেন। ভাষণ দিয়ে বেরোনোর মুখে রাজ্যপালকে বিজেপি বিধায়কদের ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হয়। একে অসংবিধানিক আচারণ বলে মন্তব্য করেছেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম।

অধিবেশনের পর এই বিক্ষোভ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে ফিরহাদ বলেন, ‘রাজ্যপাল বা রাষ্ট্রপতি এঁরা প্রত্যেকেই সংবিধানিক পদে রয়েছেন। তাই এঁদের বিরুদ্ধে এই ভাবে বিক্ষোভ দেখানে যায় না।’ রাজ্যপালকে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘সংবিধানিক রীতিনীতি না জেনেই বিধায়করা বিধানসভায় চলে এসেছেন। ধনখড়ের সঙ্গে মত পার্থক্য থাকলেও আমরা এমন বিক্ষোভ দেখাইনি।’

রাজ্যপালের বাজেট ভাষণের পর এক সংবাদিক বৈঠকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এক সাংবাদিক বৈঠক করে বলেন, বিধানসভায় রাজ্যপালের মুখ দিয়ে মিথ্যা কথা বলিয়েছে রাজ্য সরকার। তাঁর কথায় রাজ্যপাল চাইলেই অসত্য অংশ না পড়তে পারতেন। তিনি উদারহণ দিয়ে বলেন, যেমনটা করছেন তামিলনাড়ুর রাজ্যপাল। কিন্তু রাজ্যপাল তা না করে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে হেঁটেছেন।

প্রসঙ্গত, ২০২২ সালে ৭ মার্চ বাজেট বক্তৃতা দিয়েছিলেন তৎকালীন রাজ্যপাল জগদীপ ধনখড়। নজিরবিহীন পরিস্থিতির তৈরি হয়েছিল সেই বক্তৃতাকে ঘিরে। পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে রাজ্যপালের বক্তৃতা শুরু আগে থেকেই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি বিধায়করা। কিছু ক্ষণ অপেক্ষা করে বক্তৃতা না করেই ফিরে যেতে চেয়েছিলেন রাজ্যপাল। তাঁকে আটকে ধরে পাল্টা বিক্ষোভ দেখাতে শুরু করেন তৃণমূলের মহিলা বিধায়করা। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর সংক্ষিপ্ত বাজেট ভাষণ পড়ে চলে যান রাজ্যপাল।

এদিন বিধানসভায় বিক্ষোভের আবহ থাকলে বাজেট ভাষণের পুরোটাই পড়ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)