হঠাৎ একটি লটারি জিতে গেলে কী করবেন অনেকেই বুঝে উঠতে পারেন না। লটারি জেতার দিন যেন আচমকা সেলেব্রিটি হয়ে ওঠেন একজন। একগুচ্ছ টাকা হাতে এলে নিজেকে পৃথিবীর সবচেয়ে খুশি মানুষও মনে হয়।
সত্যি বলতে গাড়ি বাড়ি এসব কোনাওকিছুই পয়সা ছাড়া হয় না। তাই হাতে পয়সা তেমন না থাকলে অনেক স্বপ্নই অপূর্ণ থেকে যায়। তাই স্বপ্ন পূরণ করতেই অনেকে নিয়মিত লটারির টিকিট কেনেন। বেশিযভাগ সময়েই তাতে কোনও অর্থ পুরস্কার পাওয়া যায় না। কিন্তু তাও মানুষ হাল ছাড়েন না। লেগে থাকেন। যদি কখনও অপ্রত্যাশিতভাবে জিতে যান বড় অঙ্কের লটারি! ভাবুন তো, আপনিও রোজ এমন লটারি কেনেন, অথচ পুরস্কার জেতার নামগন্ধ নেই। এহেন আপনি একদিন সকালে ঘুম থেকে উঠেছেন। দাঁত মাজতে মাজতে লটারির পুরস্কার ঘোষণায় চোখ বুলোতে গেলেন। আর দেখলেন আপনার টিকিটই জিতে নিয়েছে কোটি কোটি টাকা! এক দুই কোটি নয়। অঙ্কটা ছাড়িয়েছে ১০০ কোটির কোঠাও! সত্যিই আনন্দের আতিশয্যে কী করা যায়, ভেবে বার করাই মুশকিল তখন!
ঠিক তেমন ঘটনাই ঘটেছে কানাডার এক বাসিন্দার সঙ্গে। জুলিয়েট লমোর নামের মেয়েটি সবে ১৮এর কোঠা পেরিয়েছে। টিনএজের গন্ডি পেরোনোর পর সে দোকানে গিয়েছিল নিজের জন্য কিছু জিনিস কিনতে। সে সময় তার ঠাকুর্দা তাকে একটি লটারির টিকিট কিনতে বলেন। সে প্রথমে একটু দ্বিধায় ছিল। একেই লটারির বিষয়ে কিছু জানে না। আবার লটারি কিনে যদি কোনও লাভ না হয়! পুরো টাকাই জলে। সে লটারি কেনার কায়দাও জানত না। ঠাকুর্দা সাহায্য করার পর অন্টারিও লটারি ও গেমিং সংস্থা থেকে সে ৬-৪৯ লটারি কেনে। কেনার পর তার আর খেয়ালও ছিল না সে কথা। বাড়ি ফিরে বেমালুম ভুলে গিয়েছিল লোটো লটারির কথা। ৭ জানুয়ারি তার প্রতিবেশী জানায়, সে একটি লটারি জিতেছে। তখন জুলিয়েটেরও খেয়াল হয় নিজের লটারির কথা। সঙ্গে সঙ্গে অ্যাপ খুলে লটারির খবর দেখে সে। আর তাতেই চোখ ছানাবড়া। লটারি শুধু জিতেছে তাই নয়, তার প্রাপ্ত অর্থের পরিমাণ ২৯০ কোটি টাকা।
কী কেনা যায় এই টাকায়? বাড়ির সদস্যের সঙ্গে আলোচনা করে ২ কোটি মূল্যের পাঁচটি মার্সিডিস কিনে নেয় জুলিয়েট। একইসঙ্গে ১০০ কোটি মূল্যের একটি চার্টার্ড প্লেনও কেনে নিজের জন্য। গাড়ি তো হল। এবার বাড়ি। ৪০ কোটি টাকা দিয়ে লন্ডনে একটা বড় বাংলো কেনা হয় সঙ্গে সঙ্গেই। বাকি ১৫০ কোটি টাকা সে ভবিষ্যতের জন্য সঞ্চয় করবে, এমনটাই জানায় সংবাদমাধ্যমকে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup