মমতার বাড়িতে অনুপ্রবেশকারী হাফিজুল মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ, জানাল SSKM

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে অবৈধভাবে অনুপ্রবেশকারী হাফিজুল মোল্লা মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। বুধবার আলিপুর আদালতে রিপোর্ট পেশ করে একথা জানিয়েছেন SSKM হাসপাতালের চিকিৎসকরা। ফলে হাফিজুলের পরিবার ও আইনজীবীর দাবি নস্যাৎ হয়ে গেল। সঙ্গে এই প্রশ্ন আরও জোরদার হল, গত ২ জুলাই রাতে কী করতে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিলেন হাফিজুল।

গত ডিসেম্বর আলিপুর আদালতে মামলাটির শুনানিতে হাফিজুলের আইনজীবী জানান, তাঁর মক্কেল মানসিকভাবে সুস্থ নন। নানা সময় অসংলগ্ন কথা বলেন। এর পর SSKM -এর চিকিৎসকদের দিয়ে বোর্ড গঠন করে হাফিজুলের মানসিক স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দেন আলিপুর আদালতের মুখ্য বিচারবিভাগীয় বিচারক। বুধবার আদালতে সেই রিপোর্ট জমা পড়েছে। তাতে চিকিৎসকরা জানিয়েছেন, হাফিজুলের কোনও মানসিক অসংলগ্নতা লক্ষ্য করা যায়নি। তিনি মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ।

গত ৩ জুলাই ভোরে মুখ্যমন্ত্রীর বাড়ির ভিতর থেকে হাফিজুলকে গ্রেফতারের সময় তাঁর কাছ থেকে লোহার রড উদ্ধার হয় বলে জানায় পুলিশ। তদন্তে নেমে কলকাতা পুলিশ জানতে পারে। মুখ্যমন্ত্রীর বাড়িতে অনুপ্রবেশের আগে অন্তত ৭ বার ওই চত্বরে নজরদারি চালিয়েছে সে। কিন্তু কী কারণে সে মুখ্যমন্ত্রীর বাড়িতে সে ঢুকেছিল তা আজও জানাতে পারেনি কলকাতা পুলিশ।

ওদিকে হাফিজুলের পরিবারের অভিযোগ ছিল, যুবক মানসিক ভারসাম্যহীন। এর আগেও সে বিভিন্ন জায়গায় এই রকম কাণ্ড ঘটিয়েছে। তার চিকিৎসা চলছিল। বিপদের আশঙ্কায় তাকে কিছুদিন বেঁধে রেখেছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু তাতেও বিপদ এড়ানো যায়নি। তবে চিকিৎসকরা জানিয়ে দিয়েছেন হাফিজুল মানসিকভাবে সম্পূর্ণ সুস্থ। হাফিজুল কি চুরির উদ্দেশে মুখ্যমন্ত্রীর বাড়িতে ঢুকেছিল, না কি আরও মারাত্মক কোনও পরিকল্পনা ছিল তাঁর? খুঁজে বার করতে হবে কলকাতা পুলিশকে।