প্রকাশিত: ১১:২৭ অপরাহ্ণ, ৯ ফেব্রুয়ারি ২০২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা রেখে জনগণ আবারও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে তাকে বিজয়ী করেছেন বলে মন্তব্য করেছেন স্বতন্ত্র সংসদ সদস্য আবদুস সাত্তার ভূঁইয়া। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) জাতীয় সংসদে শুভেচ্ছা বক্তব্য দেওয়ার সময় এ কথা বলেন তিনি। আবদুস সাত্তার ভূঁইয়া বলেন, ‘আমার এলাকার মানুষ বুক ভরা আশা নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা স্থাপন করে আমাকে আবারও বিজয়ী করেছেন।’
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনের অংশ হিসেবে গত ১০ ডিসেম্বর ঢাকার গোলাপবাগের সমাবেশে বিএনপির সংসদ সদস্যরা একযোগে পদত্যাগের ঘোষণা দেন। এর পরদিনই তারা সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে পদত্যাগপত্র জমা দেন। বিএনপির অন্য সংসদ সদস্যদের মতো আবদুস সাত্তারও ১১ ডিসেম্বর পদত্যাগ করেন। ২০ দিন পর বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টাসহ সকল পদ থেকে পদত্যাগ করেন উকিল আবদুস সাত্তার।
দলীয় সিদ্ধান্ত ভুল ছিল দাবি করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ফের উপনির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নিয়ে জয়লাভ করেন তিনি। একাদশ জাতীয় সংসদে দ্বিতীয়বারের মতো এমপি নির্বাচিত হওয়ায় আল্লাহকে স্মরণ করেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের এই সংসদ সদস্য। এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ জাতীয় চারনেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় ক্ষমতাসীন আওয়ামী লীগের সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে তাঁকে অভিনন্দন জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হয় জানিয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান আবদুস সাত্তার। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করায় নির্বাচন কমিশনের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। ব্রাহ্মণবাড়িয়ার এই সংসদ সদস্য বলেন, যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে ১ ফেব্রুয়ারি একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের কর্মকর্তা ও সেই কর্মচারীদের ধন্যবাদ জানাই।
নির্বাচিত হওয়ায় নির্বাচনী এলাকার আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও জনসাধারণের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপির সাবেক এ নেতা। পাঁচবার সংসদ সদস্য থাকার সময়ে এলাকার উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করেছিলেন বলে জানান তিনি। তিনি বলেন, তারপরও জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন করা সম্ভব হয়নি।
না.হাসান/সাএ