শেষ হয়েছে জাতীয় সংসদের ২১তম অধিবেশন। এ অধিবেশনে কার্যদিবস ছিল ২৬টি। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অধিবেশন সমাপ্ত সংক্রান্ত রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের নির্দেশনা পড়ে শোনান।
বিএনপি দলীয় এমপিদের পদত্যাগের ফলে শূন্য হওয়া ছয় আসনে উপনির্বাচনে বিজয়ী সংসদ সদস্যদের এই অধিবেশনে স্পিকার স্বাগত জানান এবং শুভেচ্ছা বক্তব্য রাখার সুযোগ দেন।
করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে গত ৫ জানুয়ারি বিকাল সাড়ে ৪টায় শুরু হয়েছিল এ অধিবেশন। এর আগে ১৯৭১ সালে ২১ ফেব্রুয়ারি মহান শহীদ দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দেওয়া ভাষণটি সংসদে শোনানো হয়। সংবিধানের বিধান মোতাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণ দিয়েছেন। রাষ্ট্রপতির ভাষণের ওপর চিফ হুইপের আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর ২০৯ জন এমপি আলোচনা করেছেন।
৪০ ঘণ্টা ২৭ মিনিট সময় এই আলোচনা অনুষ্ঠিত হয়। এ ছাড়া ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সংসদে বিশেষ আলোচনা অনুষ্ঠিত হয়। এই অধিবেশন চলাকালে চলতি সংসদের সদস্য চট্টগ্রামের মোসলেম উদ্দিন আহমেদ ইন্তেকাল করেন।
এ অধিবেশনে ১৯টি বিল উত্থাপিত হয়েছে। এর মধ্যে ১০টি পাস হয়েছে। একটি অধ্যাদেশও উত্থাপিত হয়েছে।